বাঁকুড়ায় দ্বারকেশ্বরে নেমে তলিয়ে যায় ৩ ছাত্র, ১৮ ঘণ্টা পর উদ্ধার দু’জনের দেহ
প্রতিদিন | ২৫ জুন ২০২৫
অসিত রজক, বিষ্ণুপুর: দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তিন ছাত্র তলিয়ে গিয়েছিল গতকাল মঙ্গলবার। ওই ঘটনার ১৮ ঘণ্টা পর উদ্ধার হল দুই ছাত্রের মৃতদেহ। এখনও তৃতীয় জনের খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজে দিনভর তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদেহ উদ্ধারের পরই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। গতকাল দুপুরে সায়ন চট্টোপাধ্যায়, অর্কদীপ দাস, পরমেশ্বর মিশ্র নামে বিষ্ণুপুর হাই স্কুলের নবম শ্রেণির তিন ছাত্র নদীতে স্নান করতে নেমেছিল।
জানা গিয়েছে, গতকাল ওই তিন ছাত্র স্কুল থেকে বেরিয়ে নদের পাড়ে গিয়েছিল। ষাড়েশ্বর শিব মন্দির লাগোয়া সুভাষপল্লী ঘাটে তারা বেশ কিছু সময় ছিল। সেখানে টিফিন খাওয়ার পরে ব্যাগ, জামাকাপড় পাড়ে রেখে জলে নামে তারা। বৃষ্টির কারণে জলের পরিমাণ এখন অনেকটাই বেশি। জলের স্রোতও রয়েছে। কিছু সময়ের মধ্যে তিনজন স্রোতে ভেসে যায়। অন্যান্য বন্ধুরা সেই ঘটনা জেনে আশপাশের লোকজনকে জানায়। পুলিশ-প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্বারকেশ্বরে নেমে তল্লাশি শুরু করে। রাত পর্যন্ত উদ্ধারকাজ চললেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
আজ, বুধবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি আসানসোলের সেভেন ব্যাটেলিয়ানের সিভিল ডিফেন্সের কর্মীরাও উদ্ধারকাজে নামেন। স্পিড বোট নামিয়ে তল্লাশি চলে। এদিন বেলার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে দমদমা ও বসন্তপুর ঘাট এলাকা থেকে উদ্ধার হয় দুই ছাত্রের দেহ। মৃতদেহ দুটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়। মৃত দুই ছাত্রের নাম পরমেশ্বর মিশ্র ও অর্কদীপ দাস। সায়নের খোঁজে চলতি তল্লাশি।