এসি মেশিন সারানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট! মর্মান্তিক মৃত্যু যুবকের
প্রতিদিন | ২৫ জুন ২০২৫
অর্ণব আইচ: এসি মেশিন সারানোর কাজ চলছিল। তখনই ঘটল দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আসলাম মোল্লা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার ধাপার মাঠে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার ধাপা গ্রাউন্ডের একটি ঘরে এসি মেশিন সারানোর কাজ হচ্ছিল। আসলাম মোল্লা নামে ওই যুবক সেই কাজ করছিলেন। কাজ চলাকালীন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে অভিযোগ। ঘটনার কথা শুনে সেখানে ছুটে যান অন্যান্যরা। পুলিশেও খবর দেওয়া হয়। প্রগতি ময়দান থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে এই ঘটনা ঘটল? এসি মেশিনের থেকেই কি বিদ্যুৎস্পৃষ্ট? কোনওভাবে কি শটসার্কিট হয়েছিল? সেই প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শটসার্কিট থেকেই এমন ঘটনা। তবে সঠিক কারণ জানার জন্য প্রগতি ময়দান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবক ওই এলাকারই বাসিন্দা। পরিবারের কাছেও দুঃসংবাদ পৌঁছয়। ঘটনার কথা জেনে ওই পরিবারে কান্নার রোল ওঠে।