রাতে ঘুম আসে না, ইনসমনিয়ায় ভুগছেন তৃণমূল সাংসদ সৌগত!
প্রতিদিন | ২৫ জুন ২০২৫
স্টাফ রিপোর্টার: ঘুম আসে না সহজে। যদি বা আসে, একবার ঘুম ভেঙে গেলে সহজে আসতেও চায় না। চিকিৎসা পরিভাষায় এ অসুখের নাম ইনসমনিয়া। সে অসুখেই ভুগছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় (Saugata Roy)। মঙ্গলবার বেলভিউ ক্লিনিকের তরফ থেকে চিকিৎসকরা জানিয়েছেন, অনিদ্রার সমস্যা প্রভাব ফেলছে সাংসদের শরীরে। এদিন হাসপাতালে চিকিৎসকরা লক্ষ করেন ৬০৯ নম্বর বেডে ভোর চারটে পর্যন্ত জেগে রয়েছেন সাংসদ। চিকিৎসকরা বাধ্য হয়ে তাঁকে নেক্সিটোস ট্যাবলেট দেন।
হাসপাতাল সূত্রে খবর, তারপর ঘুমিয়েছেন সাংসদ। রবিবার থেকে অসুস্থ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বাড়িতে পড়েও গিয়েছিলেন কয়েকবার। তারপর থেকেই ৭৭ বছরের সাংসদকে দক্ষিণ কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি। হাসপাতালে তাঁর সিটিস্ক্যান এবং এমআরআই করা হয়েছে। ডা. বৈভব শেঠ খতিয়ে দেখেছেন সেই রিপোর্ট। হিপ জয়েন্টের এক্স-রে করেছেন চিকিৎসকরা। উল্লেখ্য, বাড়িতে একাধিকবার পড়ে গিয়েছিলেন তিনি। কোথাও চোট লেগেছে কি না তা নিশ্চিত হতেই হিপ জয়েন্ট এক্স-রে করা হয়েছে। চিকিৎসকরা তাঁকে নরম খাবার খেতে বলেছেন। এদিন হাসপাতালে তাঁর ইকোকার্ডিও, ইইজি করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনও সৌগত রায় (Saugata Roy) অসুস্থ হয়ে পড়েছিলেন। ওইদিন দিঘা নয়, আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ। গাড়ি থেকে নামার পর অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওইদিন রাতে বছর তিরাশির সৌগতবাবুর হার্টের অপারেশন হয়, বসানো হয় পেসমেকার। তারপর অবশ্য ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়।