অন্য রাজ্যে পাচার! তিন গজরাজকে বাংলায় ফেরানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের
প্রতিদিন | ২৫ জুন ২০২৫
গোবিন্দ রায়: নিখোঁজ তিন হাতিকে ফিরিয়ে আনতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যের বনদপ্তরের প্রধানকে বিচারপতি রবিকৃষ্ণ কাপুর এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশ, যেভাবেই হোক এদেরকে খুঁজে বার করতে হবে। প্রয়োজনে বিহারের সরকারের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে আদালত।
কয়েকবছর আগে ভোলা, সুমন আর বাসন্তী নামে তিন হাতিকে বাংলা থেকে বিহারে পাচারের অভিযোগ ওঠে। সেই নিয়ে মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। জনস্বার্থ মামলা করেছিল একটি সংস্থা। তাদের বক্তব্য, অর্থের বিনিময়ে ২৪টি হাতি পশ্চিমবঙ্গ থেকে বেআইনি ভাবে অন্য রাজ্যে পাঠানো হয়েছে।
তার মধ্যে ভোলা, সুমন এবং বাসন্তী নামে তিনটি হাতিকে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, ওই তিনটি হাতি আগে নটরাজ সার্কাসে ছিল। ২০১৭ সালে এক উপহারপত্রের মাধ্যমে সার্কাস কর্তৃপক্ষ এই হাতিগুলিকে বিহারের গোপালগঞ্জ জেলার এক আশ্রমে পাঠিয়ে দেয়। তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অনুমতি না নিয়েই হাতিগুলিকে অন্যরাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সাওয়াল জবাব শুনে হাতিগুলিকে যে করেই হোক ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছে আদালত। মামলায় আদালত মন্তব্য করে “হাতি পাচার রোধে গা-ছাড়া মনোভাব নিলে চলবে না। জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য।”