প্রথমবারের বিপুল সাফল্যের পরে আরও একবার। ফের সেবাশ্রয় ক্যাম্প করার আশ্বাস দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেবাশ্রয় যে ভাবে হয়েছে, আরও বড় সেবাশ্রয় এ বছর হবে, চিন্তা করবেন না।’ তিনি আরও বলেন, ‘আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, সেবাশ্রয় পাবেন, যতদিন বাংলায় মা-মাটি-মানুষের সরকার রয়েছে।’
ককলিয়ার ইমপ্ল্যান্টের তো জটিল সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন গত সেবাশ্রয়ের ক্যাম্পে। সেই চিকিৎসা করানো হয়েছে। ২৫ হাজার লোকের বাড়িতে চশমা পৌঁছে দেওয়া হয়েছে এই প্রকল্পের মধ্যে দিয়ে। এ দিন অভিষেক জানান, সেবাশ্রয়ের মাধ্যমে ১২ লক্ষ লোকের চিকিৎসা হয়েছে, বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্যই সেবাশ্রয় প্রকল্প নেওয়া হলেও, রাজ্যের আরও নানা প্রান্ত থেকে অনেকেই এসেছিলেন সেখানে। তাঁদের কাউকে খালি হাতে ফেরানো হয়নি বলে জানিয়েছেন অভিষেক। অনেকে ছানির সমস্যা নিয়ে এসেছিলেন সেবাশ্রয় ক্যাম্পে। তাঁদের ক্যাম্প শেষের পরেও অপারেশন করিয়ে সুস্থ করা হয়েছে।