• ১ জুলাই সরকারি কর্মচারীদের হাফ ডে, ছুটির বিজ্ঞপ্তি জারি নবান্নের
    এই সময় | ২৫ জুন ২০২৫
  • ১ জুলাই ডক্টর্স ডে উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বুধবারই এ সংক্রান্ত নোটিস জারি করা হয়েছে। প্রত্যেক বছরই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিন অর্ধদিবস সরকারি দপ্তরগুলি ছুটি থাকে। সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান, পুরসভা, সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠান এই ছুটি পায়।

    ১ জুলাই দুপুর ২টোয় ছুটি হয়ে যাবে অফিস। তবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ–এর অফিস খোলা থাকবে।

    এ দিকে এই বিজ্ঞপ্তি জারি হতেই খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে। কারণ, ২৭ তারিখ রথযাত্রা উপলক্ষে ছুটি। সে দিন শুক্রবার। এর পরে দু’দিন শনি, রবির ছুটি। মাঝে ৩০ তারিখ, সোমবার। সে দিন অফিস করলে, পরের দিন আবারও হাফ ডে ছুটি। অর্থাৎ শুক্রবার থেকেই ছুটির মেজাজে সরকারি কর্মীরা।

  • Link to this news (এই সময়)