• মদ্যপ অবস্থায় বেধড়ক মারধরের অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় স্ত্রী
    এই সময় | ২৬ জুন ২০২৫
  • মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রাজপুর-সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। বুধবার তাঁর বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলরের স্ত্রী মিতালি মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কাউন্সিলর বলেন, ‘পুলিশ বিষয়টা তদন্ত করে দেখুক।’

    মিতালির অভিযোগ, প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন রঞ্জিত। আর বাড়ি ফিরেই তাঁকে মারধর করা শুরু করেন। শুধু শারীরিক ভাবে নয়, তাঁকে মানসিক নির্যাতন করা হতো বলেও অভিযোগ। কয়েকদিন আগে বিষয়টা মাত্রা ছাড়ায়। অভিযোগ, মদ্যপ অবস্থায় রঞ্জিতের মারে গুরুতর জখম হন মিতালি। তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়। এর পরেই থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি।

    স্বামীর বিরুদ্ধে সরব মিতালি বলেন, ‘মেরে আমার গায়ে কালশিটে ফেলে দিয়েছে। কিছু বললে বলে, আমার অনেক ক্ষমতা, তুই কিছু করতে পারবি না।’

    যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কাউন্সিলর। তিনি শুধু বলেছেন, ‘পুলিশ বিষয়টা তদন্ত করে দেখুক।’

    পুলিশ সুত্রে খবর, কাউন্সিলরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ নম্বর (বধূ নির্যাতন) ধারায় মামলা দায়ের হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি পুলিশ। নরেন্দ্রপুরের ডিএসপি (ক্রাইম) বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।’

    এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, জনপ্রতিনিধি যদি স্ত্রীকেই মারধর করেন, তা হলে সাধারণ মানুষ কোথায় যাবে?

  • Link to this news (এই সময়)