• ‘দাদা থেকে কাকা, জেঠু-দাদু হয়ে যাবে...’, নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেকের
    এই সময় | ২৬ জুন ২০২৫
  • তাঁর নিজের সংসদীয় এলাকায় কত কাজ হয়েছে, নিয়ম করে তার রিপোর্ট কার্ড প্রকাশ করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সাতগাছিয়ায় সেই সভাই ছিল তাঁর। সেখানেই ছত্রে ছত্রে বিজেপির কেন্দ্র ও রাজ্যের নেতাদের আক্রমণ শানালেন তিনি। দিঘার জগন্নাথ মন্দির থেকে আবাসের টাকা আটকে রাখা, ১০০ দিনের কাজের টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সবকিছু নিয়েই অভিষেকের নিশানায় ছিল বিজেপি।

    লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রথযাত্রায় দিঘা জগন্নাথ মন্দির থেকে তাঁর নেতৃত্বে হতে চলা কলকাতার রথযাত্রায় ভিড় বেশি হবে বলে বুধবারই চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু। মমতার নেতৃত্বে চলা তৃণমূল সরকারের পতন হবে বলেও হুঁশিয়াির দিয়েছিলেন শুভেন্দু। সাতগাছিয়ার সভা থেকে কটাক্ষের সুরে তার জবাবও দিয়েছেন অভিষেক। তাঁর তোপ, ‘যে দিন থেকে এই এলিমেন্ট বিজেপিতে গিয়েছে বিজেপি হারছে। যে দিন থেকে গিয়েছে শনির দশা। এরা নাকি অপারেশন বেঙ্গল করবে। দাদা থেকে কাকা থেকে জেঠু-দাদু হয়ে যাবে, তৃণমূলকে ৫০ বছরে সরাতে পারবে না বাংলার মাটি থেকে।’

    অভিষেকের তোপ নিয়ে বুধবারই প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে। বিষয়টি নিয়ে পাল্টা তোপ দাগেন তিনিও। শুভেন্দুর তোপ, ‘ও সিপিআইএমের সঙ্গে লড়াইয়ে ছিল নাকি, এগারোর পরে এসেছে। ওর কথার জবাব দেব না।’

    দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করা নিয়ে প্রথম থেকেই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি। দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির নানা বিষয় নিয়েও বিরোধিতা করেছেন শুভেন্দু-সুকান্তরা। ওই প্রসঙ্গ টেনে এ দিন বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। তিনি বলেছেন, ‘জগন্নাথ মন্দিরকে ব্যঙ্গ-বিদ্রূপ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জগন্নাথ মন্দির করার জন্য, নয়তো এদের আসল চেহারা দেখতে পেতেন না।’

    লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের অন্যতম সফল প্রকল্প। বিজেপি বহুদিন ধরেই দাবি করেছে, রাজ্যে ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সেই দাবির পাল্টা চ্যালেঞ্জ এ দিন ছুড়লেন অভিষেক। দেশের এত রাজ্যে বিজেপির সরকার থাকলেও, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প কেন নেই বলে প্রশ্ন তোলেন তিনি। তাঁর চ্যালেঞ্জ, ‘বিজেপি সরকার ১০-১৫টা রাজ্যে রয়েছে। বাংলার পাশেই ত্রিপুরা, ওডিশায়, অসমে বিজেপি সরকার রয়েছে...মমতা বন্দ্যোপাধ্যায় ২ কোটি ২০ লক্ষ মায়ের হাতে লক্ষ্মীর ভাণ্ডার দেন। আপনারা দেড় হাজার টাকা করে একটা রাজ্যে চালু করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবেন।’

    পহেলগামের জঙ্গি হামলা নিয়ে বারবার তোপ দেগেছেন অভিষেক। এ দিনও সেই প্রসঙ্গ তুলে আনেন তিনি। আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছিলেন আন্দোলনকারীরা, একই দাবি তুলেছিল বিজেপি-সিপিএমও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, আরজিকরের ঘটনায় পুলিশ কমিশনারের পদত্যাগ যাঁরা চান, তাঁরা পহেলগামে জঙ্গি হামলার পরে কেন অমিত শাহ এবং আইবি প্রধানের পদত্যাগ চাইছেন না। এত বড় জঙ্গি হামলার পরে কী ভাবে আইবি প্রধানের মেয়াদ ফের বাড়ানো হলো সেই প্রশ্নও করেন তিনি। এই প্রসঙ্গে পাল্টা তোপ দেগেছেন শুভেন্দু অধিকারীও। কালীগঞ্জের উপ নির্বাচনের ভোট গণনার দিন বোমাবাজিতে মৃত্যু হয় তমন্না খাতুন নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রীর। শুভেন্দুর তোপ, ‘তামান্না খুনের জন্য কেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না? হরগোবিন্দ দাস ও চন্দন দাসের জন্য কেন পদত্যাগ করছেন না।’

  • Link to this news (এই সময়)