দু’দিনও বাকি নেই। শুক্রবারই দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মহাসমারোহে পালিত হবে রথযাত্রা। চলতি বছরে দিঘায় জগন্নাথ মন্দিরকে ঘিরে মানুষের বাড়তি উন্মাদনা রয়েছে। পর্যটকরা যাতে সহজেই দিঘায় পৌঁছতে পারেন, তার জন্য বিভিন্ন প্রান্ত থেকে সরকারি বাস পরিষেবা চালু করা হচ্ছে। সেই তালিকায় এ বার যুক্ত হলো ঝাড়গ্রাম। বুধবার ঝাড়গ্রাম থেকে দিঘার বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
মাত্র পাঁচ ঘণ্টা। তার মধ্যেই আপনি বাসে করে ঝাড়গ্রাম থেকে দিঘায় পৌঁছে যাবেন। বাসটি ঝাড়গ্রামের লোধাশুলি, রগড়া, রোহিনী, কুলটিকরি, কেশিয়াড়ি, বেলদা হয়ে বাসটি দিঘায় পৌঁছবে। ফের ওই পথ দিয়েই দিঘা থেকে ঝাড়গ্রামে ফিরবে। ২৬ জুন, বৃহস্পতিবার থেকে এই বাস পরিষেবা চালু হবে।
প্রতিদিন সকাল সাড়ে ছ’টার সময়ে ওই বাস ঝাড়গ্রাম থেকে ছাড়বে। পাঁচ ঘণ্টার মধ্যে সকাল সাড়ে এগারোটায় সেটা দিঘায় পৌঁছে যাবে। আবার দিঘা থেকে দুপুর দেড়টা নাগাদ সেই বাস ছাড়বে। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ সেটা ঝাড়গ্রামে পৌঁছবে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়গ্রামের মানুষদের জন্য নতুন বাস পরিষেবা চালু করা হলো। মাত্র ৫ ঘণ্টায় এই বাস দিঘায় পৌঁছবে। ঝাড়গ্রাম থেকে দিঘা পর্যন্ত বাসটির ভাড়াও রয়েছে মাত্র ১৩৭ টাকা। আগামী দিনে এই রুটে আরও বাস চালানো হবে।’
প্রসঙ্গত, বুধবার থেকে ঝাড়গ্রামের উপর দিয়ে পুরুলিয়ার দিঘা বাস পরিষেবা শুরু হয়েছে। সকাল পৌনে সাতটা নাগাদ সেই বাস পুরুলিয়া ছেড়ে সাড়ে দশটা নাগাদ ঝাড়গ্রাম পৌঁছয়। সেখান থেকে দুপুর ৩টে নাগাদ দিঘায় পৌঁছয়। এই রুটে একসঙ্গে দু’টি বাস চালু হয়েছে। অন্য একটি বাস সকাল পৌনে সাতটা নাগাদ দিঘা ছেড়ে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেবে। সকাল সাড়ে এগারোটা নাগাদ ঝাড়গ্রামে পৌঁছবে বাসটি।