• চিকিৎসক দিবসে সরকারি কর্মচারীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন ...
    আজকাল | ২৬ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ১ জুলাই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। 

    প্রসঙ্গত, ১ জুলাই চিকিৎসক দিবস। তবে রাজ্য সরকারের দুই দপ্তরের কর্মীরা এই ছুটি পাবেন না।

    এটা ঘটনা ১ জুলাই চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। দেশজুড়ে ওই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। ওই দিন দুপুর দু’টোয় বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি অফিস। যদিও কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ–এর অফিস খোলা থাকবে।

    বাংলায় প্রতি বছর বিভিন্নভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের মতো একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। বিধানসভায়ও পালিত হয় দিনটি। আর তাই গত কয়েক বছরের মতোই এবছরও ১ জুলাই আগামী মঙ্গলবার সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য।

  • Link to this news (আজকাল)