‘নিঃশব্দ বিপ্লব’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে কেন্দ্র সরকারকে আক্রমণ অভিষেকের ...
আজকাল | ২৬ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে পা রেখেছিলেন অভিষেক ব্যানার্জি। এরপর টানা তিনবার সাংসদ নির্বাচিত হয়ে ডায়মন্ড হারবারের উন্নয়নে নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রেখেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে নজর কেড়েছেন অভিষেক।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই নিজের সংসদীয় এলাকার গত ১১ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন অভিষেক। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুরের শ্রীকৃষ্ণপুর বোরহানপুরে স্কুল ফুটবল মাঠে গত ১১ বছরের উন্নয়নের খতিয়ান তুলে একটি পুস্তিকা প্রকাশ করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সি ও রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভার বিধায়কেরা ও একাধিক জনপ্রতিনিধিরা।
নিঃশব্দ বিপ্লব ২০২৫ এর অনুষ্ঠানে এসে পুস্তিকা প্রকাশের পর একের পর এক ইস্যু নিয়ে কেন্দ্র সরকারকে কোণঠাসা করেন অভিষেক। জগন্নাথ মন্দির থেকে শুরু করে পহেলগাঁও হামলা–সমস্ত ইস্যু নিয়েই কেন্দ্র সরকারকে নিশানা করেন তিনি।