• ঋণের টাকা শোধ করতে পারেননি, পরিবারের ৪ জনকে বেঁধে ৩ ঘণ্টা রোদে দাঁড় করানোর অভিযোগ!
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ করতে পারে নি। এই অপরাধে একই পরিবারের চারজনকে বাড়ির উঠোনে গোরুর দড়ি দিয়ে বেঁধে রাখা হল। প্রায় তিন ঘন্টা রোদের মধ্যেই দাঁড় করিয়ে রাখার অভিযোগ। এই ঘটনায় পুলিস ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম হিরুলাল রায়। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। আজ, বুধবার এই অমানবিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার-২ ব্লকের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের থানুপাড়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।রোদে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখার জন্য একই পরিবারের ওই চারজন অসুস্থও হয়ে পড়েছেন। পুলিস তাঁদের উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অরুন দেবনাথ নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীর জটিল অস্ত্রপচারের জন্য প্রতিবেশী দিলীপ রায়ের কাছ থেকে ২০ শতাংশ সুদে ১ লক্ষ ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু অরুনবাবু সময়মতো টাকা শোধ করতে পারেননি। তার জেরেই অভিযুক্ত দিলীপ এই আমানবিক ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। পুলিস পলাতক দিলীপ রায়ের খোঁজে এলাকায় অভিযান চালাচ্ছে। 
  • Link to this news (বর্তমান)