সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ডহারবারের সভা থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা বলে দাবি করে ডায়মন্ডহারবারের সাংসদের প্রশ্ন হামলার দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করবেন না কেন? গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি নিজের লোকসভা কেন্দ্রের কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক।
আজ, বুধবার সাতগাছিয়ায় বিষ্ণুপুর ২ ব্লকের শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ‘গণদেবতা’র কাছে কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সেখানেই পহেলগাঁও জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা বলে তোপ দাগলেন অভিষেক। সেই ব্যর্থতার দায় নিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহ পদত্যাগ করবেন না কেন প্রশ্ন তোলেন অভিষেক।
সাতগাছিয়ায় ‘নিঃশব্দ বিপ্লব’ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। সেখানে অভিষেক কাজের খতিয়ানও তুলে ধরে জানান, তাঁর লোকসভা কেন্দ্রে পথশ্রী ২ ও ৩ প্রকল্পের অধীনে ৫০০ কোটি টাকার গ্রামীণ রাস্তা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে গত ১১ বছরে শুধুমাত্র ডায়মন্ডহারবারে ৬ হাজার কোটি টাকার কাজ হয়েছে বলে দাবি করেছেন অভিষেক। পাশাপাশি, বিজেপি শাসিত সব রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। সভা থেকে শুভেন্দুকেও বিঁধেছেন অভিষেক।