• প্রকাশ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট, কী জানাল রাজ্য?
    এই সময় | ২৬ জুন ২০২৫
  • হাইকোর্টের নির্দেশ মতো ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করল রাজ্য সরকার। বুধবার প্রকাশিত এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্রীয় হারে DA দিতে বাধ্য নয় রাজ্য সরকার। সরকারি কর্মীদের রাজ্য তার তহবিল অনুযায়ী মহার্ঘ ভাতা দেবে। রাজ্য সরকারকে মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটাতে হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রম কোর্ট। এই নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছিল। বৃহস্পতিবারের মধ্যে এই নিয়ে রাজ্যকে নির্দেশিকা প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়। তার আগেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সামনে এলো।

    উল্লেখ্য, অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন ১৯৭ পাতার রিপোর্ট পেশ করেছে। রিপোর্টের ১৩১ পাতায় ১২.৪ নম্বর পয়েন্টে DA-এর উল্লেখ করেছে কমিশন। সেখানে বলা হয়েছে, ‘রাজ্য সরকার কত DA দেবে সেটা রাজ্য সরকার তার সামর্থ্য অনুযায়ী ঠিক করতে পারবে।’ পাশাপাশি কেন্দ্রের হারে DA দিতে রাজ্য বাধ্য নয় বলেও কমিশনের রিপোর্টে বলা হয়েছে।

    শুধু তাই নয়, রাজ্য সরকারি কর্মীদের DA দিতেই হবে, এমনটাও নয় বলেও জানিয়েছে কমিশন। রিপোর্টে বলা হয়েছে, ‘অল ইন্ডিয়া কনজি়উমার প্রাইস ইনডেক্স (এআইসিপিআই) মেনে রাজ্যকে DA দিতেই হবে, এমনটাও নয়। রাজ্যকে এটা দিতে বাধ্য করা যাবে না।

    এ দিন রিপোর্ট প্রকাশের পর রাজ্য সরকারি কর্মীদের একাংশের বক্তব্য, ‘সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে এই রিপোর্টের কোনও সম্পর্ক নেই।’ কারণ ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত যে মহার্ঘ্য ভাতা বকেয়া রয়েছে, তা পঞ্চম পে কমিশনের অধীনে।

    কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি শ্যামল মিত্র বলেন, ‘চেন্নাই বা দিল্লিতে যে রাজ্য সরকারি কর্মীরা কাজ করেন, তাঁরা কেন্দ্রীয় হারে DA পান, কিন্তু সেই কর্মীরাই এ রাজ্যে কেন্দ্রীয় হারে DA থেকে বঞ্চিত হচ্ছেন।’ প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করে রাজ্য সরকার। অর্থাৎ ৫ বছর পর তার রিপোর্ট প্রকাশ্যে এলো।

  • Link to this news (এই সময়)