• নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাংলার জনপ্রিয় ইউটিউবার
    এই সময় | ২৬ জুন ২০২৫
  • নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নদিয়া থেকে গ্রেপ্তার হলো জনপ্রিয় এক ইউটিউবার-সহ ২ জন। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তও নাবালক বলে জানিয়েছে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ।

    নদিয়া জেলার থানারপাড়া থানা এলাকার বাসিন্দা ওই ইউটিউবার, মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে বলে অভিযোগ। পরে বিষয়টি জানতে পেরে, নাবালিকার পরিবার ওই ইউটিউবার ও তার এক সঙ্গীর বিরুদ্ধে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে নদিয়া জেলার বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে ওই নাবালক ও তার সঙ্গীকে গ্রেপ্তার করে নিয়ে আসে। ধৃতদের বুধবার জুভেনাইল জাস্টিস কোর্টে তোলা হয়েছিল। তাদের আনন্দ আশ্রম হোমে পাঠানো হয়েছে।

    যে ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ, তার ইউটিউব চ্যানেলে ১৫ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার। বিভিন্ন ধরনের ভিডিয়ো পোস্ট করা হয় সেই চ্যানেলে। মিলিয়নের উপর ভিউ এক একটি ভিডিয়োয়।

    বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই বলেছেন, ‘যে অভিযুক্ত তার বয়স ১৭ বছর। ওর বিরুদ্ধে বিয়ের টোপ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছিল। নাবালিকার পরিবারকেও হুমকি দেওয়ার অভিযোগ এসেছে। তার ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে।’

    নাবালিকার বাবার তোপ, ‘অভিযুক্ত প্রায়শই বাড়িতে আসত। মেয়েকে বলত বিয়ে করব। কিন্তু বিয়ে করেনি। তাই ওর নামে অভিযোগ করা হয়েছে।’ অভিযুক্তের সাজার দাবি করেছেন নাবালিকার বাবা।

  • Link to this news (এই সময়)