শহরের দুই নামী স্কুলে বোমাতঙ্ক, পুলিশ তল্লাশিতে কিছু মিলল?
আজকাল | ২৬ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শহরের দুটি বেসরকারি স্কুলে বোমাতঙ্ক। ইমেল করে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বোমাতঙ্কের খবর পেতেই দ্রুত ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর নিয়ে চলে তল্লাশি। তবে কিছুই মেলেনি।
জানা গেছে, বুধবার সকালে আনন্দপুর এবং শিয়ালদহ চত্বরের দুই স্কুলে বোমা রাখা আছে, এই মর্মে ইমেল করা হয়। বলা হয়, দুপুর দু’টোয় স্কুল উড়িয়ে দেওয়া হবে। ইমেল আসার পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। খবর যায় দুই থানায়। ছুটে আসে আনন্দপুর এবং তালতলা থানার পুলিশ। আসে বম্ব স্কোয়াডও। পুলিশ কুকুর আনা হয়। শুরু হয় তল্লাশি। কিন্তু কিছুই মেলেনি। ইমেলে উল্লেখ করা সময় পেরিয়ে গেলেও বিস্ফোরণ ঘটেনি। এরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ইমেল পাঠাল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত এপ্রিল মাসেও শহরের নামকরা স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ইমেল পাঠিয়ে বলা হয়েছিল, স্কুলে বোমা রাখা হয়েছে। তবে তল্লাশিতে কিছুই মেলেনি। এবারও তল্লাশিতে কিছুই মিলল না।