অল্প বৃষ্টিতে হাঁটু জল,চোপড়ার শেখবস্তির প্রধান সড়কে যাতায়াতে ব্যাপক দুর্ভোগ
বর্তমান | ২৬ জুন ২০২৫
সংবাদদাতা, চোপড়া: সামান্য বৃষ্টিতেই হাঁটু জল চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখবস্তি গ্রামের প্রধান সড়ক। সুষ্ঠু নিকাশি ব্যবস্থার অভাবে এই রাস্তাটি এখন গ্রামবাসীদের মাথাব্যথার কারণ।
দাসপাড়া বাজারের বিকল্প এই পথ প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু জল জমার কারণে চরম দুর্ভোগ হয়। শেখবস্তি গ্রামের এই রাস্তাটি দাসপাড়া বাজারের একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী পথ। বিশেষ করে বাজার চত্বরে ভিড় থাকলে বহু মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। কিন্তু কয়েক বছর ধরে এই রাস্তার বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, রাস্তা তৈরির সময় নিকাশি ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি। ফলে, সামান্য বৃষ্টিতে জল রাস্তায় জমে থাকে। জল, কাদা পেরিয়ে চলাচল করতে হয় পথচারী সহ স্থানীয় বাসিন্দাদের।
এলাকার এক বাসিন্দা মাসুদুর রহমানের কথায়, কয়েক বছর ধরে বর্ষায় এই সমস্যা হয়। বর্ষাজুড়ে গেটের সামনে জল দাঁড়িয়ে থাকে। নিকাশি ব্যবস্থা থাকলে এই সমস্যা হতো না। ডাঃ মহসিন হোসেন নামে আর এক বাসিন্দা বলেন, জমে থাকা নোংরা জল দিয়ে যাতায়াত করার ফলে জলবাহিত রোগ হতে পারে। দ্রুত নিকাশি নালা করা প্রয়োজন।
ইফতিকার আলমের দাবি, সমস্যার কথা গ্রাম পঞ্চায়েতের নজরে নিয়ে আসা হয়েছে। কাজ না হওয়ায় বর্ষার পর বাড়িতে জল ঢোকার আশঙ্কা রয়েছে। গ্রামবাসীরা বলেন, গ্রামে কিছুটা নিকাশি নালা তৈরি করলেও জল বেরনোর রাস্তা তৈরি হয়নি। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না হলে শেখবস্তি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ বর্ষার মাসগুলিতে আরও বাড়বে।
এব্যাপারে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। নিজস্ব চিত্র