সংবাদদাতা, বালুরঘাট: শহরে পানীয় জলের পাইপলাইনের সঙ্গে অবৈধভাবে মোটর যোগ করে জল সংগ্রহ করছেন বাসিন্দাদের একাংশ। বালুরঘাট শহরজুড়ে অবৈধভাবে জল সংগ্রহ করায় প্রভাব পড়ছে পানীয় জল পরিষেবায়। এতে অনেক জায়গাতেই জলের গতি থাকছে না। এমন অভিযোগ পেয়ে অভিযানে নেমেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। ইতিমধ্যে অনেক বাড়িতে এই অবৈধ প্রক্রিয়া দেখে মোটর খুলে ফেলার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান। পাশাপাশি, এই কাজ রুখতে শহরে ‘ইন্টারনাল স্পেশাল টিম’ গঠনের নির্দেশ দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। এবার ধরা পড়লে জরিমানাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। অশোকের কথায়,বেশকিছু বাড়িতে অবৈধভাবে মোটর লাগিয়ে জল নেওয়ার বিষয়টি সামনে এসেছে। সাপ্লাই লাইনের সঙ্গে সরাসরি মোটর যোগ করা যাবে না। বাড়িগুলিতে গিয়ে সতর্ক করে এসেছি। দু-একদিনের মধ্যে মোটর খুলে না নিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রয়োজনে জরিমানাও করা হবে।
বালুরঘাট শহরে ১৩ হাজারের বেশি বাড়িতে পানীয় জলের পরিষেবা রয়েছে। কিছু ওয়ার্ডে কাজ চলছে। সেই কাজ হয়ে গেলে একশো শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। কিন্তু এর মাঝেই কিছু মানুষ পাইপলাইনের সঙ্গে সরাসরি মোটর লাগিয়ে জল নিচ্ছেন। এতে সুষ্ঠুভাবে জল পরিষেবা দিতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। শহরের ১, ৬, ২৪ ও ৫ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে মোটর লাগিয়ে জল নেওয়ার অভিযোগ এসেছে। ১ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষাণ রায় বলেন, এই অবৈধ সংযোগে আমাদের বাড়িতে জলের গতি একেবারেই কম ছিল। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর স্পিড কিছুটা বেড়েছে। মনে হয় আরও অনেক বাড়িতে এমন অবৈধ সংযোগ রয়েছে। সেগুলি খুঁজে বের করা দরকার।
অভিযানে নেমেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও অন্যান্য পুর আধিকারিকরা। -নিজস্ব চিত্র