ডুয়ার্সকন্যায় কেক কাটলেন জেলাশাসক আলিপুরদুয়ার জেলার জন্মদিনের পালন
বর্তমান | ২৬ জুন ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার ছিল আলিপুরদুয়ার জেলার জন্মদিন। এদিন জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় জেলাশাসক আর বিমলা কেক কেটে জেলার জন্মদিন পালন করেন। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালের ২৫ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সদরের প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে আলিপুদুয়ারকে রাজ্যের ২০ তম জেলার কথা ঘোষণা করেছিলেন।
জেলার জন্মদিন উপলক্ষ্যে এদিন ডুয়ার্সকন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, ভাইস চেয়ারপার্সন মাম্পি অধিকারী, বঙ্গরত্ন লোকসংস্কৃতি গবেষক প্রমোদ নাথ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা।
জেলার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আলিপুরদুয়ার জেলাকে নিয়ে তাঁর লেখা একটি কবিতাও পাঠিয়েছেন। সর্বসাধারণের পড়ার জন্য কবিতাটি ডুয়ার্সকন্যার দেওয়ালে ফলকে লিপিবদ্ধ করা হয়েছে। জেলার জন্মদিন উপলক্ষ্যে এদিন আলিপুরদুয়ার মহকুমা শাসকের অফিসে একটি লাইব্রেরিও উদ্বোধন করেন ডিএম।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ প্রতিদিন মহকুমা অফিসে আসেন বিভিন্ন ধরনের সরকারি কাজে। মহকুমা শাসক দেবব্রত রায় বলেন, কাজের ও বিশ্রামের ফাঁকে সাধারণ মানুষ যাতে একটু বই পড়তে পারেন, সেই উদ্দেশ্যেই এই লাইব্রেরি চালু করা হয়েছে। লাইব্রেরিতে ডব্লুবিসিএস পরীক্ষার প্রচুর বই রাখা হয়েছে। পড়ুয়ারা এসে সেই বই সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। লাইব্রেরিটিতে মুখ্যমন্ত্রীর লেখা বাছাই করা কিছু বইও রাখা হবে। জেলার জন্মদিনে আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী শহরের প্রধান চৌপথির ক্লক টাওয়ারকে শহরের ল্যান্ডমার্ক হিসেবে ঘোষণা করেন। চৌপথি থেকে কলেজ হল্ট পর্যন্ত জেলার জন্মদিনে একটি শোভাযাত্রার আয়োজনও করা হয়েছিল মঞ্চের তরফে। পরে কলেজ হল্টে মঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিলি করা হয়। এলাকায় বৃক্ষরোপণও হয়েছে।
এদিন বিভিন্ন গণ সংগঠনের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় জেলার জন্মদিন পালন করা হয়। হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
তবে জেলার বয়স ১১ বছর পূর্ণ হলেও মহকুমার সংখ্যা আজও বাড়েনি। জেলায় একটিই মহকুমা। সেটি আলিপুরদুয়ার। তাই জেলার জন্মদিনে নতুন মহকুমা গঠনের দাবিও উঠেছে। প্রাক্তন বিধায়ক আরএসপির নির্মল দাস বলেন, জেলার মহকুমার সংখ্যা বাড়ানো হোক। আমরা চাই, জেলায় আরও তিনটি মহকুমা হোক। তবেই আলিপুরদুয়ার পূর্ণাঙ্গ জেলা হবে। ডুয়ার্সকন্যায় জেলাশাসক আর বিমলা কেক কেটে আলিপুরদুয়ার জেলার জন্মদিন পালন করলেন।-নিজস্ব চিত্র