স্ট্রেচার পেতে লাগে হাজার টাকা! ওয়ার্ড বয়দের জুলুম মেডিক্যালে
বর্তমান | ২৬ জুন ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও রোগীর জন্য স্ট্রেচার বা হুইল চেয়ার মেলে না। সেই স্ট্রেচার পেতে রোগীর পরিবারকে দিতে হচ্ছে এক হাজার টাকা। এমনই অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ,সেখানে রীতিমতো জুলুমবাজি চালাচ্ছেন ওয়ার্ডবয়রা। তাঁদের চাহিদামতো টাকা দিলে রোগীর আত্মীয়দের লাইনে দাঁড়াতে হয় না। টাকা পেলে মুহূর্তের মধ্যে স্ট্রেচার, হুইলচেয়ার ওয়ার্ডে রোগীর বেডের পাশে নিয়ে আসবেন ওয়ার্ডবয়রা। তাঁরাই রোগীকে স্ট্রেচার, হুইল চেয়ারে করে এমআরআই বা প্রয়োজনীয় সব পরীক্ষা করিয়ে আবার বেডে পৌঁছে দেবেন।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এধরনের অভিযোগ আগেও উঠেছে। ভুক্তভোগী রোগীর পরিবারের লোকেরা মৌখিকভাবে এই অভিযোগ জানালেও হয়রানির ভয়ে কেউ লিখিত জানাতেন না। নিজের এই অভিজ্ঞতা হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানিয়েছেন শিলিগুড়ির বাসিন্দা সায়ন্তন সাহা।
তিনি বলেন, বাবা মেল মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। প্রয়োজনীয় পরীক্ষা করাতে ওয়ার্ড থেকে তাঁকে নিয়ে যাওয়ার জন্য লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও হুইল চেয়ার পাইনি। ওয়ার্ডে ফিরতেই ওয়ার্ডবয়রা বলেন, এক হাজার টাকা দিলে হুইল চেয়ার এনে দেবে। তাঁরাই বাবাকে নিয়ে গিয়ে সব পরীক্ষা করিয়ে ওয়ার্ডে পৌঁছে দেবেন। টাকা না দিয়ে কষ্ট করে নিজেই সবকিছু করেছি। কিন্তু, অনেককে দেখলাম, অসহায়ভাবে ওয়ার্ডবয়দের দাবিমতো টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হচ্ছেন।
উত্তরবঙ্গ মেডিক্যালে স্ট্রেচার ও হুইল চেয়ারের সমস্যা দীর্ঘদিনের। সুপার স্পেশালিটি ব্লকেও চাহিদা অনেক। কিন্তু এখানে মাত্র চারটি স্ট্রেচার ও তিনটি হুইল চেয়ার দিয়ে ছ’টির বেশি আউটডোর এবং দু’টি ইন্ডোর পরিষেবা চালানো হয়। পুরনো ভবনে অন্যান্য বিভাগের জন্য ৩০টি স্ট্রেচার ও হুইল চেয়ার রয়েছে। প্রতিদিন দুই থেকে তিন হাজার রোগী হয় আউটডোরে। ফলে রোগীর পরিবারের লোকদের লাইনে দাঁড়িয়ে হয়রান হতে হচ্ছে। সেই সুযোগ নিচ্ছেন ওয়ার্ডবয়রা। যদিও তাঁদের একাংশ এই অভিযোগ মানতে নারাজ।
হাসপাতালের এক সিনিয়র চিকিৎসকের কথায়,অভিযোগ জমা পড়লেও কোনও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এধরনের অনিয়ম বেড়ে চলেছে। দেখার কেউ নেই। গরিব মানুষ বিনামূল্যে সরকারি চিকিৎসা পরিষেবা নিতে এসে অযথা কষ্টার্জিত টাকা খরচ করে হয়রানও হচ্ছেন।
উত্তরবঙ্গ মেডিক্যালের প্রিন্সিপাল তথা হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, লিখিত অভিযোগ এসেছে। গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। এ ধরনের ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ে রয়েছে ভাঙা স্ট্রেচার।-নিজস্ব চিত্র