• রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ঠিকাদার সংস্থার শ্রমিক ও স্থানীয়দের সংঘর্ষ
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, মানিকচক: ভূতনিতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ঠিকাদার সংস্থার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে উত্তেজনা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে শঙ্করটোলা এলাকায়। ঘটনায় দু’জনকে মারধরের পাশাপাশি দোকানে ভাঙচুর করা হয়। বাড়িতেও চলে ইট-পাটকেল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকে বন্ধ করা হয় রাস্তা নির্মাণের কাজ। পলাতক ঠিকাদার সংস্থার লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন ভূতনি থানার পুলিস।মানিকচক ব্লকের ভূতনির শঙ্করটোলা এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আড়াই কোটি টাকা ব্যয়ে আড়াই কিমি রাস্তা নির্মাণের কাজ চলছে। এই রাস্তার কাজের মান নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। কিন্তু কাজে বাধা দেননি। বর্তমানে ঢালাইয়ের কাজ চলছে। এদিন কাজ শুরু হতেই বেশকিছু স্থানীয় বাসিন্দা একটি জায়গায় রাস্তাটি একটু উঁচু করার দাবি জানান। ঠিকাদার সংস্থার দায়িত্বে থাকা কর্মীকে বললে তিনি লেবারদের রাস্তাটি উঁচু করার নির্দেশও দেন। তারপরেই শ্রমিকদের সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের। তার মধ্যেই বেশকিছু শ্রমিক গ্রামবাসীদের উপর চড়াও হন। যার ফলে উভয়পক্ষের সংঘর্ষ বেধে যায়। ঠিকাদার সংস্থার লোকজন চড়াও হন গ্রামবাসীদের উপর। দু’জনকে বেধড়ক মারধর করেন। ভাঙচুর করা হয় একটি দোকান। ইট-পাথর ছোড়া হয় বাড়িগুলিতে। স্থানীয় বাসিন্দা ধর্মরাজ মণ্ডল বলেন, রাস্তার কাজের সময় থেকেই আমরা গ্রামের জল জমে যাওয়া জায়গাটি উঁচু করার কথা ঠিকাদারকে জানিয়ে আসছি। তারা আশ্বাসও দিয়েছিলেন করা হবে। কিন্তু এদিন একথা বলতেই শ্রমিকরা আমাদের উপর চড়াও হন। পাথর ও বেলচা দিয়ে আমাদের মারধর করেন। পাল্টা অন্যরাও মারধর করেছেন। পরিস্থিতি বেগতিক দেখে কাজ ফেলে পালান ঠিকাদার সংস্থার লোকজন ও শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ভূতনি থানার পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এবিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য জয়শ্রী মণ্ডল বলেন, বিষয়টি শুনেছি, তবে কী জন্য হয়েছে জানা নেই। খোঁজ নিয়ে সুষ্ঠুভাবে এবং দ্রুত যাতে কাজ শেষ হয়, সেই ব্যবস্থা করা হবে।  মানিকচকে ঠিকাদার সংস্থার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)