• বর্ষা নামতেই জিগাতলি ঘাটের রাস্তায় ধস, বন্ধ যাতায়াত, বাড়ছে দুর্ভোগ
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের পূর্ব শীতলকুচি গ্রামে জিগাতলি ঘাট সংলগ্ন রাস্তাটি ধসে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে জিগাতলি ঘাট দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। 

    স্থানীয়রা জানিয়েছেন, কয়েকবছর আগে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের অর্থে খুটামারা নদীর উপর একটি লোহার সেতু নির্মাণ করা হয়। তবে, দীর্ঘদিন সেতু সংযোগকারী রাস্তাটি সংস্কার হয়নি। রাস্তার একাংশ খুটামারা নদীর একেবারে ধার ঘেঁষে যাওয়ায় বর্ষা এলেই নদীর জল বাড়ে এবং প্রতিবছরই সেই জলে রাস্তায় ধস নামতে থাকে। এবছর নদীর জল বাড়তেই ধসে যাওয়া অংশে নদীর জল জমেছে। 

    বাসিন্দাদের মধ্যে জিতেন বর্মন বলেন, সেতু থাকলেও বেহাল রাস্তার কারণে আমাদের কোনও উপকারে লাগছে না। বর্ষাকালে রাস্তা ধসে যাওয়ায় রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে রয়েছে। এই রাস্তাটি দিয়ে আমরা কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করি। গ্রামের চাষিরা তাঁদের উৎপাদিত ফসল শীতলকুচি বাজারে নিয়ে যান। বিষয়টি এলাকার পঞ্চায়েত প্রতিনিধি ও প্রশাসনের কাছে বহুবার জানানো হলেও এখনও কোনও সমাধান মেলেনি। 

    গৃহবধূ শম্পা বর্মন জানান, বেহাল রাস্তার কারণে এই রাস্তা দিয়ে টোটো বা ছোট গাড়ি যায় না। রাস্তাটি ধসে যাওয়ায় শিশুদের স্কুলে নিয়ে যেতে কয়েক কিমি ঘুরে যেতে হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি নদীভাঙন রোধে বাঁধের দাবি জানিয়েছি। 

    এই রাস্তা দিয়ে ছোট শালবাড়ি, দেওয়ানকোর্ট জয়দুয়ার, গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা শীতলকুচিতে আসেন। বর্ষার শুরুতে রাস্তা ধসে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। যদিও বিষয়টি নিয়ে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপড়ি বর্মন বলেন, এত বড় রাস্তা পঞ্চায়েতের তরফে করা সম্ভব নয়। বিষয়টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নজরে আনা হয়েছে। 

    বিষয়টি নিয়ে বিজেপির যুব মোর্চার ৬ নম্বর মণ্ডল সভাপতি দেবাশিস বর্মন বলেন, শুধু সেতু নির্মাণ করে আর কোনও খোঁজ নেয়নি তৃণমূল কংগ্রেসের নেতারা। সাধারণ মানুষ যদি সেতু দিয়ে যাতায়াত করতে না পারেন, তাহলে তৈরি করে কী লাভ। বিজেপি ক্ষমতায় এলে পাকা রাস্তা নির্মাণের দাবি তুলে ধরব। 

    শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন বলেন, সম্প্রতি ব্লকে বেশকিছু রাস্তার কাজ চলছে। ধাপে ধাপে আরও রাস্তা হবে। এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)