কৃষিনালার উপর অবৈধ নির্মাণ করে প্লটিংয়ের চেষ্টা, হাতিঘিষায় এলাকা পরিদর্শন করে ব্যবস্থার আশ্বাস
বর্তমান | ২৬ জুন ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ি হাতিঘিষায় ফের কৃষিনালার উপর অবৈধ নির্মাণ করে প্লটিংয়ের চেষ্টা। এই অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারির।
হাতিঘিষার সেবদেল্লাজোতে কংক্রিটের কৃষিনালার উপর স্ল্যাব বসিয়ে অপরিকল্পিতভাবে প্রায় ১৫ ফুট চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। সেখানে চলছে কয়েকশো মিটার রাস্তা নির্মাণ। উদ্দেশ্য, জমি প্লটিং করে বিক্রি। তবে, কোনও প্ল্যান পাশ না করেই চলছে কাজ। সেই খবর নেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির কাছে। অনুমতি না নিয়ে কাজটি কীভাবে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ওই স্ল্যাবের উপর দিয়ে ভারী যান গেলেই সেটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি স্থানীয়দের। এতে বন্ধ হয়ে যেতে পারে নালাটি। সেক্ষেত্রে বিপাকে পড়বেন এলাকার শতাধিক চাষি।
হাতিঘিষার সেবদোল্লাজোতে সরকারি জমির জাল নথি দিয়ে কেনাবেচার অভিযোগ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে সরব হয়েছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ। এতেই নড়েচড়ে বসেছিল ভূমিদপ্তর। এরপর গত বছরের জুলাই মাসে সেবদোল্লা মৌজার দুটি দাগের প্রায় পাঁচ একর ১০ ডেসিমেল জমি দখলমুক্ত করা হয়। সেখানে সরকারি বোর্ড লাগিয়ে দেয় ভূমিদপ্তর। তবে বছর পার না হতেই উধাও সেই সরকারি বোর্ড। ইতিমধ্যে ওই এলাকার স্কুলডাঙি থেকে লালপুল পর্যন্ত ঝাঁ চকচকে পেভার্স ব্লকের রাস্তা নির্মাণ হয়েছে। ওই রাস্তার পাশের কৃষিনালার উপর অবৈধভাবে স্ল্যাব নির্মাণ হয়েছে।
এনিয়ে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা স্থানীয় বাসিন্দা আসরাফ আনসারি বলেন, বিষয়টি জানতে পেরে এলাকা পরিদর্শন করেছি। কৃষিনালার উপর ওই নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়নি। কে বা কারা তা তৈরি করেছে, খতিয়ে দেখছি। বিষয়টি ভূমি ও সেচদপ্তরে জানাব। যদিও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে দিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নকশালবাড়ির ভূমিদপ্তরের আধিকারিক। নিজস্ব চিত্র