• ২১ বছর আগে মৃত খুড়তুতো ভাইয়ের পরিচয়ে হিলিতে বসবাস বাংলাদেশির
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: বাংলাদেশে নাম মনির মণ্ডল। কিন্তু ন’বছর ধরে ভারতে আত্মগোপন করে রয়েছে ওই বাংলাদেশি। এদেশে মৃত খুড়তুতো ভাই ভুট্টো মণ্ডলের নামকে হাতিয়ার করেছে ওই বাংলাদেশি। মৃত ভাইয়ের নাম ব্যবহার করে আধার, ভোটার ও প্যান কার্ড বানিয়ে দিব্যি ন’বছর ধরে হিলিতে বসবাস করছে বাংলাদেশি। শুধু তাই-ই নয়, মৃত কাকার নামকেও ওই আধার, ভোটার কার্ডে বাবা হিসেবে দেখানো হয়েছে। হিলি থানার পুলিস গোপনে তদন্তে নেমে এমনই রহস্য উদঘাটন করেছে।  ওই বাংলাদেশি এখন হিলি থানার পুলিসের জালে। ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তুলে আটদিনের হেফাজতে নিয়েছে পুলিস। ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, হিলি থানার পুলিস তদন্তে নেমে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। 

    পুলিস সূত্রে খবর, ধৃত বাংলাদেশি মনিরের বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কোকতাড়া গ্রামে। এখন তার বয়স ৪১ বছর। ভারতের হিলির পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের খারুন গ্রামে মনিরের কাকা ফচির মণ্ডল বাস করতেন। দীর্ঘদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর দুই ছেলে ছিল। তাঁরাও আজ বেঁচে নেই। ফচিরের বড় ছেলের নাম ছিল ভুট্টো মণ্ডল। ২০০৪ সালে জানুয়ারি মাসে তাঁর মৃত্যু হয়। 

    পুলিস সূত্রে খবর, কাকা ও কাকার ছেলের মৃত্যুর পর বাংলাদেশি মনিরের যাতায়াত বাড়ে এপারে। স্থানীয় দালালের মাধ্যমে ২০১৬ সালে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের মাধ্যমে জালিয়াতি করে আধার ও ভোটার কার্ড তৈরি করে। পরিচয়পত্রে ছবি একই থাকলেও নামের জায়গায় মৃত কাকার ছেলে এবং বাবার জায়গায় মৃত কাকার নামকে ব্যবহার করা হয়েছে। সেই নাম নিয়ে দিব্যি কাকা ও তাঁর ছেলেকে বাঁচিয়ে রেখেছে ওই বাংলাদেশি।

    হিলির খারুনে কাকা ও তাঁর ছেলের বাড়ি হলেও এই বাংলাদেশি হিলির চকগোপালে থাকত। সেখানে সে সংসারও পেতেছে। তাকে নিয়ে আরও  চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। পুলিস সূত্রে খবর, মনির ভারতে থেকে বাংলাদেশে নানা জিনিস পাচার করত। পুলিস সবদিক খতিয়ে দেখে তদন্ত নেমেছে। প্রশ্ন উঠছে, প্রশাসনের ‘সহযোগিতায়’ কীভাবে সে এইসব নথি তৈরি করল? মৃত ব্যক্তি কীভাবে বেঁচে উঠল, তারও কোনও তদন্ত করেননি প্রশাসনের আধিকারিকরা? হিলির বিডিও চিরঞ্জিত সরকার বলেন, এখনও পুলিসের তরফে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে নিশ্চয় তদন্ত হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী হিলি ব্লকে জাল আধার, ভোটার কার্ড তৈরির চক্র কাজ করছে। বাংলাদেশিদের অনুপ্রবেশ করানো থেকে শুরু করে ভারতে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া, সবই দালালদের মাধ্যমে  হয় বলে অভিযোগ। সম্প্রতি একাধিক দালাল চক্রকে পুলিস গ্রেপ্তার করেছে। এদেশে লুকিয়ে থাকা বহু বাংলাদেশির হদিশ পেয়েছে পুলিস।
  • Link to this news (বর্তমান)