• লেবার রুমের ছাদ চুঁইয়ে পড়ে জল বেহাল মালতীপুর হাসপাতাল
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: চাঁচল-২ ব্লকের মালতিপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো বেহাল। লেবার রুমের ছাদে বিভিন্ন অংশে ফাটল ধরেছে। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে জল পড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসে গড়ে শতাধিক গর্ভবতী ভর্তি হন। জল চুঁইয়ে পড়ায় তাঁদের চিকিৎসা করতে সমস্যায় পড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ভারী বৃষ্টি হলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। সবমিলিয়ে এ নিয়ে চাঁচলে  শোরগোল পড়েছে। দ্রুত সমস্যা মেটানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    হাসপাতালের এই সমস্যা নিয়ে জালালপুর পঞ্চায়েত এলাকার সকিনা খাতুন বলেন, মেয়েকে লেবার রুমে দেখতে গিয়েছিলাম। তখন বৃষ্টি হচ্ছিল। ছাদ দিয়ে জল চুঁইয়ে পড়ছিল। ফাটল দেখে খুব ভয় হয়। যদি কোনও বিপদ ঘটে যায়। মহিলা ও পুরুষ ওয়ার্ডে ১৫টি করে মোট ৩০টি বেড রয়েছে। বেডের ঘাটতি থাকায় একটি বেডে দুই থেকে তিনজন রোগীকে একসঙ্গে রাখা হচ্ছে। রোগীর চাপ বাড়লে মেঝেতে শুইয়ে রাখা হয়। রোগীর আত্মীয়দের কথায়, এভাবে সুষ্ঠুভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। হাসপাতালের পিছনে পর্যাপ্ত ফাঁকা জায়গা রয়েছে, সেখানে নতুন ঘর নির্মাণ করে ওয়ার্ড বাড়ানো হোক। আর এক রোগীর আত্মীয় হেমন্ত দাস বলেন, হাসপাতালে বাবাকে ভর্তি করেছিলাম। একটি বেডেই দু’জনকে থাকতে হয়েছিল। তখন গরমে সমস্যায় পড়েছিল বাবা। ভবন নির্মাণ করে ওয়ার্ড বাড়ানো হলে এই সমস্যা মিটবে। হাসপাতালে পার্কিং সমস্যা রয়েছে। বাইক ও সাইকেল রাখার জায়গা নেই। ফলে বারান্দায় বাইক রাখতে বাধ্য হচ্ছেন অনেকে। এতে চলাচলের সমস্যার পাশাপাশি হাসপাতালে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এদিকে হাসপাতালে সীমানা প্রাচীর নেই। ফলে গবাদি পশুর অবাধ যাতায়াত চলছে। হাসপাতাল বাইরে ঘুরে বেড়ায় গোরু ও ছাগল। প্রাচীর না থাকার ফলে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া, জালালপুর, মালতিপুর, ক্ষেমপুর, গৌরহন্ড ও ধানগারা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ এই হাসপাতালে উপর নির্ভরশীল। সুষ্ঠু পরিষেবার জন্য পরিকাঠামো উন্নয়নের দাবি জোরালো হয়েছে। চাঁচল-২ এর স্বাস্থ্য আধিকারিক সৈয়দ ইকবাল বলেন, লেবার রুমের ছাদে ফাটল রয়েছে। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে জল পড়ে। বিষয়টি স্বাস্থ্যদপ্তর ও প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হয়েছে।  হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, বেড বাড়ানোর পরিকল্পনা চলছে। কংক্রিটের রাস্তা সহ কিছু উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে। লেবার রুমের ছাদে ফাটল দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।

     মালতীপুর গ্রামীন হাসপাতাল। (ইনসেটে) লেবার রুমের ছাদে ফাটল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)