• আজ থেকে ঝাড়গ্রাম-দীঘা সরকারি বাস পরিষেবা চালু
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম থেকে দীঘা যাওয়ার সরকারি বাস পরিষেবা চালু হল। বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, সাংসদ কালীপদ সরেন, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলার পরিবহণ দপ্তররের আধিকারিক অমিতকুমার দত্ত, পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ প্রমুখ। এদিন সবুজ পতাকা উড়িয়ে বাস পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে এই বাস পরিষেবা চালু হবে। প্রতিদিন সকাল ৬ টা ৩০ মিনিটে ঝাড়গ্রাম থেকে বাসটি ছাড়বে। সকাল ১১ টা ৩০ মিনিটের মধ্যে দীঘায় পৌঁছবে। দীঘা থেকে বাসটি দুপুর ১ টা ২০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ঝাড়গ্রামে পৌঁছবে। ঝাড়গ্রাম জেলের বাসিন্দারা পাঁচ ঘণ্টার মধ্যেই এবার দীঘায় পৌঁছতে পারবেন। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার মানুষকে এই উপহার দিয়েছেন। ওঁকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জেলার মানুষ এখন সহজেই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)