• ঘাটাল ও দাসপুর দুই বাঁচবে, সেই পরিকল্পনা নিয়েই হবে মাস্টার প্ল্যান, বললেন মানস
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মাস্টার প্ল্যান হবেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কারও ক্ষতি চায় না। ঘাটালকে বাঁচিয়ে দাসপুরকে নষ্ট নয়। ঘাটাল ও দাসপুর দুই বাঁচবে, সেই পরিকল্পনা নিয়েই ঘাটাল মাস্টার প্ল্যান। তাই যতটা সম্ভব কম মানুষকে এফেক্ট করে, কম জমি ক্ষতিগ্রস্ত করে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখার পরই বুধবার তড়িঘড়ি তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জরুরি বৈঠক করেন। এদিন ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে মাস্টার প্ল্যান নিয়ে বিশেষ মিটিংয়ে তাঁর সঙ্গে সেচদপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ছাড়াও অন্যান্য দপ্তরের আধিকার ও জনপ্রতিনিধিরা ছিলেন। মন্ত্রী বলেন, ঘাটাল ঐতিহ্যবাহী শহর। আমরা সেই ঐতিহ্যকে বজায় রেখে, জমির সঙ্কটের কথা মাথায় রেখেই মাস্টার প্ল্যান কার্যকরী করার বিষয়ে এগচ্ছি। মন্ত্রীর সংযোজন, ঘাটাল মাস্টার প্ল্যান অনেক দিন আগের পরিকল্পনা। আমরা সেই প্ল্যানকে পুনর্বিবেচনা করছি। মাস্টার প্ল্যান কার্যকরী করতে যতটা সম্ভব কম জায়গা নেওয়া যায়, সেটা নিয়ে আমরা রিভিউ করছি। তার জন্য যদি কিছু রি-মডেলিং করার দরকার হয়, সেটা করা হবে বলে মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)