সিম পোর্টের নামে নথি হাতানোর অভিযোগ, বারাসতে গ্রেপ্তার এক
বর্তমান | ২৬ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মোবাইলের সিম পোর্ট করে দেওয়ার নাম করে মানুষের কাছে নেওয়া হতো প্রয়োজনীয় নথি। সেই নথি দিয়ে নতুন সিম কার্ড নিত প্রতারক। ঘুরপথে সেই সিমকার্ড চলে যেত সাইবার প্রতারকদের হাতে। এই চক্রের এক পান্ডাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল বারাসত সাইবার থানার পুলিস। মঙ্গলবার রাতে বারাসত স্টেশন সংলগ্ন এলাকা থেকে সাইফুল গাজিকে গ্রেপ্তার করেছে পুলিস। তার বাড়ি হাসনাবাদে। সে বারাসতে বাড়ি ভাড়া নিয়ে থাকত। একটি বহু প্রচলিত মোবাইল নেটওয়ার্ক কোম্পানির হয়ে কাজ করত সাইফুল। অস্থায়ীভাবে ছাতা পেতে সাধারণ মানুষের সিম কার্ড অন্য কোম্পানিতে পোর্ট করে দেওয়ার নাম করে বিভিন্ন নথি নিত। কিন্তু কাজের কাজ কিছুই হতো না। উল্টে সেই নথি দিয়ে আলাদা সিম তুলে নিত সে। ঘুরপথে ওই সিমকার্ড চলে গিয়েছে প্রতারকদের হাতে। বারাসত এলাকার প্রায় ৫০ জনের নথি এভাবে কালোবাজারি করে সিম কার্ড তুলছে সাইফুল বলেই প্রাথমিকভাবে জেনেছে পুলিস। ধৃতকে বুধবার বারাসত আদালতে তোলা হলে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তদন্তকারীরা মনে করছেন, সাইফুল শুধু একা নয়, এর পিছনে বড় কোনও র্যাকেট জড়িত। তাকে জেরা করে গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর করা হবে।