• হোটেলে আগুন: জামিন বাতিল হল ধৃত ৪ অভিযুক্তের
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াসাঁকো থানা এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনায় ধৃত চারজনের জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। বুধবার ধৃতদের তরফে ব্যাঙ্কশাল আদালতে জামিনের আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি দীপনারায়ণ পাকড়াশি জোরালো আপত্তি জানান। তিনি বলেন, ‘এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির নানা তথ্য‑প্রমাণ মিলেছে। তা‌ই এই অবস্থায় অভিযুক্তরা জামিন পেলে মামলার তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ধৃতদের কোনও অবস্থাতাতেই জামিন দেওয়া ঠিক হবে না।’ ধৃতদের আইনজীবীরা বলেন, মামলায় নতুন কোনও অগ্রগতি নেই। তাই আমাদের মক্কেলদের যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। দীর্ঘ শুনানির শেষে বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে ধৃতদের জামিনের আর্জি নাকচ করে দিয়ে তাঁদের ১ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
  • Link to this news (বর্তমান)