• কাউন্সিলারের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, চাঞ্চল্য
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: এবার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ, তিনদিন ধরে স্ত্রীকে ঘরে তালা দিয়ে আটকে রাখেন রঞ্জিত মণ্ডল নামে ওই কাউন্সিলার। পরে তাঁর স্ত্রী মিতালি মণ্ডল ১০০ ডায়ালে ফোন করেন। তারপরেই বুধবার সকালে নরেন্দ্রপুর থানার পুলিস গিয়ে ঘরের তালা ভেঙে মিতালিদেবীকে উদ্ধার করে। তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েও যাওয়া হয়। তবে, একজন জনপ্রতিনিধি কীভাবে স্ত্রীকে এমন মারধর করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরা। 

    রাজপুর-সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জিত মণ্ডলের নামে তাঁর স্ত্রী মিতালি মণ্ডল নরেন্দ্রপুর থানায় অভিযোগ করছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, অভিযুক্ত কাউন্সিলার রঞ্জিত মণ্ডল বলেন, আমার স্ত্রী মানসিক রোগী। তাঁর চিকিৎসা চলছে। ঘরে আটকে রাখার অভিযোগ পুরো মিথ্যা। আমার ঘরে সিসি ক্যামেরা আছে। তার ফুটেজ দেখলেই বোঝা যাবে, আমি দোষী কি না। আর, পুলিস জানিয়েছে, একটি মামলা রুজু হয়েছে। সাতদিনের মধ্যে কাউন্সিলারকে থানায় হাজির হতে হবে বলে নোটিস দেওয়া হয়েছে। না হলে গ্রেপ্তার করা হবে। প্রাথমিক তদন্তে মারধরের অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে বলে পুলিস জানিয়েছে। অন্যদিকে, মিতালিদেবী তাঁর আঘাত দেখিয়ে কাঁদতে কাঁদতে স্বামীর কড়া শাস্তির দাবি করেন। তিনি বলেন, ৩২ বছর বিয়ে হয়েছে। এই ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার আমাকে মারধর করা হয়েছে। কোনও কারণ ছাড়াই মারধর চলত। এবার যেমন রান্না ভালো হয়নি বলে মারধর করা হয়। আমাকে ঘরের মধ্যে আটকে রেখে খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। রাতে আমার মেয়ে বাইরে থেকে অনলাইনে অর্ডার দিয়ে খাবার আনিয়েছে। আমি সংসারের দিকে তাকিয়ে এতদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করিনি। এবার আর সহ্য করতে না পেরে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি। 
  • Link to this news (বর্তমান)