• পাঁচিল তৈরি ঘিরে গণ্ডগোল কুলপিতে প্রশাসনের দ্বারস্থ বাসিন্দারা
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: গ্রামের ঢালাই রাস্তার গা ঘেঁষে অবৈধভাবে পাঁচিল তোলাকে কেন্দ্র করে গণ্ডগোল কুলপির গাজিপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা প্রশান্ত হালদার তাঁর বাড়ির সামনের অংশে পাঁচিল তুলছেন। কিন্তু পাঁচিলটি জায়গা না ছেড়ে রাস্তার গা ঘেঁষে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ। যে কারণে যাতায়াতের রাস্তা সরু হয়ে গিয়েছে। গাজিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহানুর বিবি মোল্লা বলেন, ‘গ্রামবাসীদের পক্ষ থেকে একটি দরখাস্ত জমা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

    গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে গ্রামের ভিতর যানজটের সৃষ্টি হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। হাসপাতালে অথবা ডাক্তারখানায় রোগী নিয়ে যেতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে। গ্রামবাসীরা প্রতিবাদ করলেই গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে। এমনকী মারামারি পর্যন্ত হয়েছে। এক গৃহবধূকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। কুলপি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও অবৈধ নির্মাণের বিরুদ্ধে পঞ্চায়েত ও বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

    স্থানীয় বাসিন্দা সুকুমার হালদার বলেন, ‘বাড়িটি সংস্কার করার নাম করে নতুন নির্মাণ করা হচ্ছে। রাস্তার গা ঘেঁষে কাজ করার কারণে গ্রামবাসীরা সমস্যায় পড়েছেন। প্রতিবাদ করলেই ঝামেলা হচ্ছে। যে কারণে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনে জানানো হয়েছে।’ যদিও প্রশান্ত হালদার বলেন, ‘আগে ওই জায়গায় পাঁচিল ছিল। সেটি ভেঙে একই জায়গায় পাঁচিল তৈরি করা হচ্ছে। জায়গাটিও আমাদের।’
  • Link to this news (বর্তমান)