নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অনলাইনে বিনিয়োগের টোপে পা দিয়ে ১১ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছেন নিউটাউনের এক ব্যক্তি। ওই ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। এই চক্রে যুক্ত বাকিদের খোঁজ চলছে। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম সৌরীশ নস্কর। তার বাড়ি হাওড়ায়। নিউটাউনের ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখেছিলেন। যেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ট্রেডিং করলে বেশি রিটার্নের টোপ দেওয়া হয়েছিল। তিনি বেশি রিটার্নের আশায় বিজ্ঞাপনে দেওয়া দু’টি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন। তারপর ১১ লক্ষ টাকা বিনিয়োগ করেন। প্রতারকরা তাঁর নামে একটি ভুয়ো ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছিল। যেখানে ভুয়ো তথ্য নিয়ে হাই রিটার্ন দেখানো হয়েছিল। কিন্তু, তিনি যখন তাঁর ডিম্যাট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেন, তখন টাকা পাননি। এমনকী, বিনিয়োগ করা মূলধনও পাননি। তারপরই তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। পরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির কাজে লিপ্ত। ওই মিউল অ্যাকাউন্টেই প্রতারণার টাকা জমা হয়।