• লক্ষাধিক টাকার হার ছিনতাই করে গা ঢাকা নেশামুক্তি কেন্দ্রে, গ্রেপ্তার
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফাঁকা রাস্তায় মহিলাদের গলা থেকে চেন ছিনতাই। এরপরেই পুলিসি নজর এড়াতে ‘ঘাপটি’ নেশামুক্তি কেন্দ্রে। ভবানীপুরে ছিনতাইবাজের পরিচিত টেকনিক দেখেই তদন্তের কিনারা করলেন তদন্তকারীরা। দেড় লক্ষ টাকার চেন ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম বিক্রম পাটেল ওরফে সিন্টু। সে টালিগঞ্জের গ্রোভ লেনের বাসিন্দা। কুখ্যাত ছিনতাইবাজকে সোনারপুরের এক নেশামুক্তি কেন্দ্র থেকে পাকড়াও করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, একটি সোনার দোকানে ওই চেনটি বিক্রি করেছিল সে। সেখান থেকে ১৫ গ্রামের ওই সোনার চেনটি উদ্ধার করেছে পুলিস।

    সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় আশুতোষ মুখার্জি রোডে চিত্তরঞ্জন হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। অভিযোগকারিণী শম্পা মিত্র (৫৫) পুলিসকে জানিয়েছেন, তিনি হেঁটেই বাড়ি ফিরছিলেন। সেই সময় অভিযুক্ত তাঁর গলা থেকে চেন ছিনতাই করে চম্পট দেয়। এরপর তিনি ভবানীপুর থানায় অভিযোগ জানান। মামলা রুজু করে তদন্তে নামে পুলিস। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। একবার দেখেই অভিযুক্তকে চিনতে পারেন তদন্তকারীরা। পুলিসি খাতায় সিন্টু নামেই পরিচিত ছিনতাইবাজ। মাদক সেবনের অভ্যাস রয়েছে তার। একারণে পুলিসের হাতে একাধিকবার ধরাও পড়েছে। ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে সিন্টুর বিরুদ্ধে। তাই তার অপারেশনের ধরন পুলিসের পরিচিত। ছিনতাইয়ের পরই সিন্টু গা ঢাকা দিত কোনও না কোনও নেশামুক্তি কেন্দ্র বা রিহ্যাব সেন্টারে। 

    সেইমতো বিভিন্ন নেশামুক্তি কেন্দ্রে সন্ধান চালান তদন্তকারীরা। বুধবার  নরেন্দ্রপুর থানা এলাকার সোনারপুরের একটি নেশামুক্তি কেন্দ্র থেকে ফোন আসে ভবানীপুর থানায়। কর্তৃপক্ষ জানায়, সিন্টু সেখানে ভর্তি হয়েছে। এরপর তদন্তকারী টিম পৌঁছে যায় সেখানে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, সূর্যকুমার চ্যাটার্জি স্ট্রিটের একটি সোনার দোকানে সে চেনটি বিক্রি করেছিল। ওই দোকানি আবার সেটি তাঁর স্ত্রীকে উপহার দেন। পুলিসি জেরার সামনে তা স্বীকার করেন ব্যবসায়ী। দোকানের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেন তদন্তকারীরা। ওই দোকান থেকেই উদ্ধার হয় চেনটি। অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। টিআই প্যারেডের আবেদন মঞ্জুর করেছেন বিচারক।
  • Link to this news (বর্তমান)