সংবাদদাতা, বজবজ: কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন গ্রামীণ অংশ চট্টার কারবালা রায়পুর রোড ভেঙেচুরে গিয়েছে। এর উপরে বৃষ্টির জল জমে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, এলাকার বাসিন্দারা তিতিবিরক্ত। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার চট্টা পঞ্চায়েতে জানানো হলেও কারও কোনও হেলদোল নেই। তাই বুধবার দুপুর ১২টা থেকে দুটো পর্যন্ত কারবালার কাছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ চলে। রাস্তাটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত রাস্তা সংস্কার না হলে এরপর তালা লাগিয়ে চট্টা গ্রাম পঞ্চায়েত অচল করে দেওয়া হবে। অন্যদিকে, এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীতলা আশুতি থানার পুলিস। আলোচনায় বিষয়টি তারা দেখার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
ঠাকুরপুকুর মহেশতলার ব্লকের ভিতর চট্টা। এখানকার রামেশ্বরপুর, বলরামপুর, চিংড়িপোতা, মহিষগোট এবং চট্টার বাসিন্দাদের বেহালার দিকের যাতায়াতের প্রধান রাস্তা হল কারবালা রায়পুর রোড। এলাকার বাসিন্দা এবং ব্লক কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম বেগের অভিযোগ, জলের পাইপ বসানোর জন্য অনেকদিন আগে রাস্তাটি খনন করা হয়। তারপর থেকে সংস্কার হয়নি। ফলে হাজার হাজার মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। এখন ওই রাস্তায় জল জমে দুর্ভোগ আরও বেড়ে গিয়েছে। এদিকে, ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পাতা পাইপে লিকেজ হওয়ার কারণে তা ঠিক করতে গিয়ে ফের খনন করতে হচ্ছে। এজন্য সংস্কারে দেরি