• বিধাননগরে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় বডি ক্যামেরা ব্যবহার করবে পুলিস
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভিন দেশে যাওয়ার জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। বৈধ নথিপত্রের উপর ভিত্তি করেই আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া হয়। তাই পাসপোর্ট দেওয়ার আগে ওই নথি খতিয়ে দেখতেই পুলিস ভেরিকেশন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ভেরিফিকেশনের সময় ‘বকশিস’ নেওয়ার অভিযোগ ওঠে। তাই এই কাজে স্বচ্ছতা আনতে অভিনব উদ্যোগ নিল বিধাননগর পুলিস কমিশনারেট। এবার থেকে পুলিস ভেরিফিকেশন করতে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) যে সদস্যরা আবেদনকারীর বাড়িতে যাবেন, তাঁদের বুকের কাছে জামায়  লাগানো থাকবে বডি ক্যামেরা! শুধু তাই নয়, বেশিরভাগ সময় সল্টলেকে এসবি অফিসে বা স্থানীয় থানাতেও আবেদনকারীদের ডাকা হয়। তা‌ই এসবি অফিস এবং থানাতেও ভেরিফিকেশনের জন্য সিসি ক্যামেরা জোন করা হয়েছে। সেই নির্দিষ্ট জোনেই নথিপত্র খতিয়ে দেখা হবে।

    নতুন পাসপোর্ট হোক বা পুনর্নবীকরণ, দু’টি ক্ষেত্রেই পুলিস ভেরিকেশন করা হয়। তারপর চূড়ান্ত পাসপোর্ট মেলে। তাই এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বেশিরভাগ আবেদনকারীর ভেরিফিকেশন হয় সল্টলেকের এসবি অফিসে। যেখানে আবেদনকারীর নথিপত্র খতিয়ে দেখা হয়, সেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। আবার অনেকে সময় আবেদনকারীকে থানায় ডেকে পাঠানো হয়। তাই থানায় একটি নির্দিষ্ট জোন তৈরি করা হয়েছে। সম্প্রতি, সেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আবার কিছু ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য তদন্তকারী অফিসারদের আবেদনকারীর বাড়িতেও যেতে হয়।

    যাতে অস্বচ্ছতার অভিযোগ না ওঠে এবং কখনও উঠলেও তদন্ত করা যায়, সেকারণে এবার থেকে স্পেশাল ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা বুকে বডি ক্যামেরা লাগিয়ে বাড়িতে যাচ্ছেন। আবেদনকারীর সঙ্গে অফিসারদের সমস্ত কথোপকথন ভিডিও সহ রেকর্ড হচ্ছে। সেই রেকর্ড জমা হচ্ছে এসবি’র অফিসে। কমিশনারেটের এক আধিকারিক বলেন, একটি অভিযোগ উঠেছিল। তারপর থেকে স্বচ্ছতা বজায় রাখতে পুলিস ভেরিফিকেশনের জন্য এই নয়া ব্যবস্থা চালু করা হয়েছে।

    এদিকে, কলকাতা পুলিস পাসপোর্টের আবেদন যাচাইয়ের জন্য একটি অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপ কীভাবে ব্যবহার করতে হবে, তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে লালবাজার। থানা ও সিকিউরিটি কন্ট্রোলে যাঁরা পাসপোর্ট যাচাইয়ের দায়িত্বে রয়েছেন, মূলত তাঁদেরই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ব্যবস্থায় আর অফিসে ডেকে নথি যাচাই করে আপলোড করার অবকাশ থাকবে না। নতুন ব্যবস্থায় অফিসারদের আবেদনকারীর বাড়িতে যেতেই হবে। সেখানে আবেদনকারীর নাম ও ফাইল নম্বর অ্যাপের মাধ্যমে আপলোড করলে তবেই যাচাইয়ের কলামটি খুলবে।
  • Link to this news (বর্তমান)