নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একই জমির দলিল দু’পক্ষের কাছে। দু’পক্ষেরই দাবি, তাঁরা আসল মালিকের কাছ থেকে জমি কিনেছেন। আর এনিয়েই শুরু হয়েছে বিতর্ক। ঘটনা সপ্তগ্রাম পঞ্চায়েতের হারিটের। সেখানকার বাসিন্দারা বুধবার অভিযোগ জানিয়েছেন পোলবার বিএলআরও দপ্তরে। প্রায় ৩২ জন বাসিন্দার দাবি, তাঁরা প্রায় চল্লিশ বছর আগে চন্দননগরের এক ব্যক্তির কাছে হারিটের ওই জমি কিনেছিলেন। সেখানেই তাঁদের বসতবাড়ি ও চাষের জমি। সম্প্রতি একজন ব্যবসায়ী দলিল নিয়ে এসে দাবি করেন, সমস্ত জমি তাঁর। তারপরেই ৩২টি পরিবারে শুরু হয়েছে আতঙ্ক। বিএলআরও দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই আইনি পদক্ষেপ শুরু হয়েছে।