সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের অধিকাংশ জায়গাতেই ট্রাফিক সিগন্যাল অকেজো অবস্থায় পড়ে আছে। কোনওটিতে মাত্র একটি আলো জ্বলছে। কোথাও সেটাও জ্বলছে না। একই চিত্র বারুইপুর শহর জুড়ে। এর ফলে যানজট নিয়ন্ত্রণ করতে নেমে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিসকে। অভিযোগ, কয়েক মাস ধরেই চলছে এই অবস্থা। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বিষয়টি দ্রুত দেখা হবে।
বারুইপুর মহকুমা হাসপাতালের আগে গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি ট্রাফিক সিগন্যাল বিকল হয়ে পড়ে আছে। একটিতে টিমটিম করে একটি আলো জ্বলছে। একই অবস্থা পদ্মপুকুর বাইপাসের মতো গুরুত্বপূর্ণ জায়গায়। এই রাস্তা দিয়ে যেমন আমতলার দিকে যাওযা যায়। তেমনই নরেন্দ্রপুরের দিকে যাওযা যায়। ট্রাফিক সিগন্যাল থাকলেও তা বিকল হয়ে আছে। ফলে ট্রাফিক পুলিসদের মুখে বাঁশি বাজিয়ে অথবা রাস্তায় দুই তিনজন ট্রাফিক পুলিস দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। পদ্মপুকুর সোনার তরী সংলগ্ন এলাকাতেও একই দশা। পড়ে আছে বিকল সিগন্যাল। বারুইপুর রেলগেটের মতো ব্যস্ত রাস্তাতেও খারাপ হয়ে আছে সিগন্যাল। এক ট্রাফিক পুলিসকর্মী বলেন, সিগন্যাল খারাপ হওয়া নিয়ে জানানো হলেও কাজ হয়নি। এলাকার বাসিন্দারা বলেন, মানুষ গাড়ি নিয়ে রাস্তায় চলাচলের সময় সিগন্যাল দেখতে না পেলে দিক নির্ণয় করবে কি করে। প্রতিদিনই এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে। অবিলম্বে বারুইপুর পুলিস জেলার এই ট্রাফিক সিগন্যাল মেরামত করা উচিত। তাঁরা বলেন, রাস্তা দিয়ে পুলিসের আধিকারিকরাও যান। তাঁদের নজর এড়াচ্ছে কীভাবে? নিজস্ব চিত্র