• শ্যামপুরের যুবকের মৃত্যু, রাজস্থান থেকে গ্রেপ্তার ৩
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজস্থানের যোধপুরে পাথরের কাজে গিয়ে মৃত্যু হয় শ্যামপুরের নোনাডাঙির যুবক ইসমাইল আলি খাঁ’র (২৬)। মৃতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাজস্থান থেকে তিন যুবককে গ্রেপ্তার করল  শ্যামপুর থানার পুলিস। ধৃতদের বাড়ি শ্যামপুরে। তারাও রাজস্থানে কাজ করতে গিয়েছিল। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হল সাদ্দাম হোসেন খান, শেখ সাদ্দাম এবং সরিফুল আলি খান। মঙ্গলবার তাদের রাজস্থান থেকে শ্যামপুরে নিয়ে আসার পর বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের বিরুদ্ধে পুলিস খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। 

    প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি ইসমাইল এলাকার কয়েকজন যুবকের সঙ্গে রাজস্থানের যোধপুরে পাথরের কাজ করতে গিয়েছিল। মৃত যুবকের পরিবার সূত্রে খবর, ফোনে ইসমাইল পরিবারের সঙ্গে যোগাযোগ রাখত। পরে যোধপুর থেকে রেলপুলিস ফোন করে ইসমাইলের পরিবারকে তার মৃত্যুর খবর দেয়। মৃত যুবকের পরিবার সূত্রে খবর, ইসমাইল ফোন করে বখরি ঈদে বাড়ি যাওয়ার কথা বলেছিল। যদিও পরে তাঁরা খবর পান, ইসমাইল রাজস্থানে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। ইসমাইলের মৃত্যুর খবর শোনার পর বাবা রহুল আমিন খাঁ দাবি করেছিলেন, কেউ বা কারা ছেলেকে খুন করে ফেলে দিয়ে চলে গিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেপ্তার করা হল। 
  • Link to this news (বর্তমান)