• নিয়োগে দুর্নীতি, অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বরের হোর্ডিং দুর্গাপুরে
    এই সময় | ২৬ জুন ২০২৫
  • এই সময়, দুর্গাপুর: তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র বিরুদ্ধে শিল্পশহর দুর্গাপুরে বিভিন্ন কারখানায় নিয়োগে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বারবার। তা বন্ধ করতে অবশেষে সংগঠনের রাজ্য নেতৃত্ব একদিকে কড়া অবস্থান নিয়েছেন, আর একদিকে এমন অভিযোগ জানাতে চালু করেছেন হেল্পলাইন নম্বর।

    সেই নম্বর-সহ পোস্টার প্রকাশ করা হয়েছে গত সপ্তাহে। বুধবার দুর্গাপুর শিল্পাঞ্চলে সরকারি ও বেসরকারি কারখানা-সহ পুরসভার সামনে ওই হেল্পলাইন নম্বরের হোর্ডিং লাগানো হলো সংগঠনের তরফে।

    দুর্গাপুর স্টিল প্লান্টের সামনে প্রথম হোর্ডিংটি লাগানো হয়, আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।

    এর পরে অ্যালয় স্টিল প্লান্টের গেট, পুরসভা সহ কয়েকটি বেসরকারি কারখানার সামনে হোর্ডিং লাগানো হয়। নিয়োগে সংগঠনের কোনও নেতা বা কর্মীর বিরুদ্ধে অন্যায় হস্তক্ষেপের অভিযোগ থাকলে সাধারণ মানুষ এই হেল্পলাইন নম্বরে ফোন করে তা জানাতে পারবেন।

    হোর্ডিংয়ের উদ্বোধন করে ঋতব্রত বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে দুর্গাপুরে এই ব্যবস্থা চালু করা হলো। এর মধ্যে অ্যালয় স্টিলে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ পেয়ে দু’জনের নামে কোক ওভেন থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।’

    এ দিকে, বুধবার হোর্ডিংয়ের উদ্বোধনের দিনেই আইএনটিটিইউসি-র কয়েক জন নেতার বিরুদ্ধে বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে দলের কিছু কর্মী পোস্টার লাগিয়েছেন অ্যালয় স্টিল প্লান্ট ও ডিপিএল কারখানা চত্বরে।

    লোহা, বালি ও বোল্ডারের অবৈধ কারবারিদের সঙ্গে সংগঠনের দু’জন নেতার ছবি রয়েছে ওই সব পোস্টারে। বুধবার সকাল থেকে এই পোস্টারের ছবি দলীয় কর্মীদের মোবাইলে ঘুরছে। এর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দলেরই একাংশের মত। এই প্রসঙ্গে ঋতব্রত বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখছি, কী ঘটেছে।’

  • Link to this news (এই সময়)