• পাল্টা অভিযোগে দলের নেতার নাম, বেআব্রু গোষ্ঠীদ্বন্দ্ব
    আনন্দবাজার | ২৬ জুন ২০২৫
  • মারধরের অভিযোগ তুলে আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ-সহ তিন জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মাদারিহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক বাসকর্মী। ওই ঘটনায় ওই রাতেই থানায় তিন জনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন ওই কর্মাধ্যক্ষ তৃণমূলের দ্বীপনারায়ণ সিনহা। অভিযুক্তদের তালিকায় সাজিদ আলমের আলম নামে এক জনের নাম রয়েছে। তৃণমূল নেতা সাজিদ মাদারিহাট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ফলে ওই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের রং লেগেছে।

    ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। সূত্রের খবর, লাল সঙ্কেত থাকায় মাদারিহাট ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল দ্বীপনারায়ণ সিনহার গাড়ি। সেই গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল একটি বাস। চালককে বাসটি সামান্য সরানোর কথা বলা হলে বাসকর্মী রমণ আলমের সঙ্গে বচসা বাধে। রমণের অভিযোগ, তিনি বাসের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। দ্বীপনারায়ণ তাঁকে মারধর করেন। অসুস্থ হয়ে পড়লে তিনি মাদারিহাট গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য যান। তার পরে মাদারিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই রাতে বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যেরা তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করান। বুধবার সকালে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

    মারধরের কথা অস্বীকার করেছেন দ্বীপনারায়ণ। তাঁর পাল্টা অভিযোগ, রমণ তাঁকে গালিগালাজ করেন। খানিক পরে লোক জুটিয়ে তাঁর উপরে হামলা করেন, প্রাণনাশের হুমকি দেন। পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। তিনি বলেন, ‘‘আমি কাউকে মারধর করিনি।’’

    দ্বীপনায়ারণ মাদারিহাট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাজিদ আলম-সহ তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। কেন তিনি সাজিদের নামে অভিযোগ করলেন সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘‘এ নিয়ে কোনও মন্তব্য করব না।’’ তবে তাঁর দাবি, ‘‘আমার দলের একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে।”

    অভিযুক্ত সাজিদ আলম বলেন, ‘‘আমার বিরুদ্ধে কেন থানায় অভিযোগ করেছেন জানা নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক হেনস্থার চেষ্টা চলছে।’’

    তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক বলেন, ‘‘এটা গোষ্ঠী কোন্দল নয় বরং বিজেপির বানানো গল্প। আমরা নিজেরা বসে মিটিয়ে নেব।’’

    জবাবে বিজেপির সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘‘কে কত তোলা তুলতে পারে, তা নিয়েই এই দ্বন্দ্ব। আগে চাপা ছিল, এখন প্রকাশ্যে এসেছে।’’

    মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার বলেন, “উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)