ছত্তিসগড়ের নারায়ণপুরে ফের মাওবাদীদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। বৃহস্পতিবার ভোরের সংঘর্যে মাওবাদী সংগঠনের দুই মহিলা সদস্য নিহত হয়েছেন। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, নারায়ণপুর জেলার অবুঝমাড়ের ঘন জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স তল্লাশি অভিযান চালাচ্ছিল। আচমকা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি ছোড়ে পুলিশও। সংঘর্ষে এখনও পর্যন্ত মাওবাদীদের দুই মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ইনসাস রাইফেল-সহ আরও কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযান এখনও চলছে বলে আইজি জানান।
পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, এগরা সারদা শশিভূষণ কলেজে বৃহস্পতিবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা। সূত্রের খবর, সেখানে ঘোলতির এলাকায় একটি পর্যটকদের বাস অলকানন্দা নদীতে পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি বদ্রীনাথের দিকে যাচ্ছিল, সেই সময়ে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছু পর্যটককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুর এলাকায় গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। আর তাতেই মৃত্যু হলো বৃদ্ধ দম্পতির। মৃতদের নাম শিবপ্রসাদ মন্ডল (৭৫) ও রেনুকা মন্ডল (৬৫)।
১৫ দিন অনসরে থাকার পর বৃহস্পতিবার সকাল হতেই দিঘায় ভক্তদের দর্শন দিলেন জগন্নাথদেব। সকালে নানা আচার অনুষ্ঠানের পর ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহ। দিঘায় ইতিমধ্যেই দেশ বিদেশের বহু ভক্তরা এসেছেন। রথযাত্রার আগে জনসমাগমে ভরে ওঠেছে দিঘার জগন্নাথ ধাম।
বুধবারই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিনভর রথযাত্রার প্রস্তুতি পর্বের দিকে নজর রাখবেন তিনি। প্রথমবার দিঘায় মহাধুমধাম করে রথযাত্রা পালিত হবে। তার আগে যাতে সেই আয়োজনে কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতে রথযাত্রার আগেই সেখানে পৌঁছেছেন মুখ্যমনন্ত্রী।
বুধবার দুপুরে আমেরিকার ফ্লোরিডা থেকে মহাকাশে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লা-সহ চার মহাকাশচারী। শুভাংশুদের স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন নিয়ে রওনা দিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার বিকেলেই (ভারতীয় সময় অনুযায়ী) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবেন মহাকাশচারীরা।
রথের আবহে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ ও কাল, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।