• ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু দম্পতির, চাঞ্চল্য কুলপিতে
    এই সময় | ২৬ জুন ২০২৫
  • রাতে ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন বৃদ্ধ দম্পতি। যে ঘরে তাঁরা শুয়েছিলেন, সেই ঘরের দেওয়াল চাপা পড়েই তাঁদের মৃত্যু হলো। মৃত শিবপ্রসাদ মণ্ডল (৭৫) ও তাঁর স্ত্রী রেনুকা মণ্ডল (৬৫) দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন টের পান দেওয়াল চাপা পড়ে বেঘোরে মারা গিয়েছেন ওই দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

    পরিবার সূত্রের খবর, বুধবার রাতে শিবপ্রসাদ ও তাঁর স্ত্রী রেনুকা রাতের খাবার খেয়ে ঘরে ঘুমোতে গিয়েছিলেন। পাশের ঘরেই ছিলেন তাঁদের ছেলে ও বৌমা। হঠাৎই গভীর রাতে বাড়ির একটি পুরোনো ও দুর্বল দেওয়াল হুড়মুড়িয়ে তাঁদের উপর ভেঙে পড়ে। চারপাশে কেউ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ওই দম্পতি।

    পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে শিবপ্রসাদের পরিবারের লোকেরা প্রথম জানতে পারেন। তাঁরাই পড়শিদের খবর দেন। পরিবারের লোকেরা তাঁদের সাহায্যে ভেঙে পড়া দেওয়ালের নিচ থেকে দম্পতির দেহ উদ্ধার করেন। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

    শিবপ্রসাদের ছেলে রাজু মণ্ডল জানিয়েছেন, গভীর রাতে তাঁরা সকলেই ঘুমোচ্ছিলেন। তাঁরা কেউ টের পাননি। সকালে ঘুম থেকে উঠে দেখেন এই অবস্থা। পুলিশের প্রাথমিক অনুমান, বহুদিন ধরে বাড়ির ওই অংশটি ভগ্নপ্রায় অবস্থায় ছিল। বৃষ্টির জন্য দেওয়ালের ভিত আরও দুর্বল হয়ে পড়েছিল। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

  • Link to this news (এই সময়)