সরকারি টিকা নেয় না পাণ্ডুয়ার এক শিশু, কারণ জানতে বাড়িতে নোটিস লাগিয়ে দিলেন হু-র আধিকারিকেরা
আনন্দবাজার | ২৬ জুন ২০২৫
পোলিও, হেপাটাইটিস রোগ এবং অন্যান্য সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পেতে শিশুদের জন্য নির্দিষ্ট টিকা রয়েছে। সেই টিকাকরণের নির্দিষ্ট বয়সও রয়েছে। স্বাস্থ্য দফতর চাইছে এক জন শিশুও যেন এই টিকা থেকে বঞ্চিত না থাকে। তবে, স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হুগলির পাণ্ডুয়া এলাকায় এখনও এক জন শিশু রয়েছে যার এক বছর বয়স হয়ে গেলেও কোনও টিকাকরণ হয়নি।
ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাণ্ডুয়া তেতেরপার এলাকায় থাকেন শিবায়ন মুর্মু এবং তাঁর স্ত্রী ইশিতা মুর্মু। দম্পতির এক বছরের একটি সন্তান আছে। অভিযোগ, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা বারংবার বাড়িতে যাওয়া সত্ত্বেও ওই শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে কোনও টিকা দেওয়া হয়নি। বুধবার ওই শিশুর বাড়িতে হাজির হন ব্লক প্রশাসন স্বাস্থ্য দফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রতিনিধিরা।
এ দিন বেলা ৩টে নাগাদ (হু)-র দু’জন প্রতিনিধি, পাণ্ডুয়া ব্লকের বিডিও সেবন্তী বিশ্বাস, পাণ্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মঞ্জুর আলম-সহ স্থানীয় স্বাস্থ্য কর্মীরা ওই শিক্ষক দম্পতির বাড়িতে যান। এ ছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকার, পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ চৌধুরী-সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা। অভিযোগ, একাধিক বার ডাকাডাকির পরেও ওই বাড়ির দরজা খোলেননি কেউই। শিশুটির বাবা শিবায়ন মূর্মুকে ফোন করলে, তাঁকে ফোন পাওয়া যায়নি। কিছু ক্ষন অপেক্ষার পর ব্লক প্রশাসনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি (নোটিস) পাণ্ডুয়া তেতেরপাড় গ্রামের ওই বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে ব্লক স্বাস্থ্য দফতর বা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে অবিলম্বে যোগাযোগ করতে হবে ওই দম্পতিকে।
এ প্রসঙ্গে পাণ্ডুয়া ব্লক স্বাস্থ্য অধিকারিক শেখ মনঞ্জুর আলম বলেন, “এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং আগামী দিনে তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, সেটা মেনে চলবে ব্লক স্বাস্থ্য দফতর।”
এ নিয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মী পার্বতী হালদার বলেন, “ওই দম্পতির কোনও সমস্যা হচ্ছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তাঁরা আজ পর্যন্ত সামনে এসে কোনও কথা বলেননি। আসলে আমরা জানি না ওনাদের বাচ্ছার কি সমস্যা আছে টিকা নিতে।”
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গৌতম শীল বলেন, “আমারও বাড়িতে বাচ্চা আছে। সব টিকা দেওয়া হয় তাকে। প্রতিবেশীর বাড়ির বাচ্চাকে কেন টিকা দেওয়া হচ্ছে না তা বলতে পারব না। ওঁরা পাড়ায় মেলামেশা কম করেন।”