‘পরের বিধানসভা ভোটে ৫০ আসনও পাবে না বিজেপি’! অভিষেকের দাবি, বিদ্বেষের রাজনীতি ধরে ফেলেছে বাংলা
আনন্দবাজার | ২৬ জুন ২০২৫
আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ৫০টি আসনও পাবে না! এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় এক সভায় বক্তৃতা করছিলেন তিনি। সেই সময়েই এই ‘ভবিষ্যদ্বাণী’ করেন তিনি।
২০২১ সালের বিধানসভা ভোটে বঙ্গ বিজেপি ২০০-র বেশি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু জিতেছিল ৭৭টি আসনে। সে কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেক বলেন, “২০২১ সালে তো বিজেপির চাকা ৭৭-এ আটকে গিয়েছিল। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ২০২৬ সালের লড়াইয়ে এ বার ৫০-এর নীচে থাকবে। আমি ভবিষ্যদ্বাণী করি না। যদি ভবিষ্যদ্বাণী করি, তা ঈশ্বরের কৃপায় মানুষের ভালবাসায় অল্প হলেও মেলে।”
নিজের অতীতের কিছু ‘ভবিষ্যদ্বাণী’র কথাও বক্তৃতার সময় তুলে ধরেন অভিষেক। ডায়মন্ডহারবারের সাংসদ জানান, তিনি অতীতে বলেছিলেন ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। ফলপ্রকাশের পরে যে সেটি সত্য প্রমাণিত হয়েছে, তা-ও উল্লেখ করেন অভিষেক।
সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রটি অভিষেকের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। ২০১৪ সাল থেকে টানা তিন বার ডায়মন্ড হারবার থেকে সাংসদ হয়েছেন তিনি। গত ১১ বছরে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় উন্নয়নের খতিয়ান একটি বই আকারে প্রকাশিত হয় বুধবার সাতগাছিয়ার সভা থেকে। বইয়ের নাম ‘নিঃশব্দ বিপ্লব’। সভামঞ্চ থেকে অভিষেকের হাত ধরেই প্রকাশিত হয় সেটি। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করলেন তিনি।
বিজেপির বিরুদ্ধে ‘বৈষম্য এবং বিদ্বেষের রাজনীতি’ করার অভিযোগ তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “কী বিদ্বেষ! এই বৈষম্য, বিদ্বেষের রাজনীতি কোনওদিন বাংলায় ছিল না।” বিজেপির গুজরাত এবং মধ্যপ্রদেশের নেতাদের ‘খুশি করতে’ বাংলার কেউ কেউ নিজেদের ‘মেরুদণ্ড বিক্রি’ করে দিয়েছেন বলে অভিযোগ অভিষেকের। বাংলার মানুষও সেটি বুঝে গিয়ে এর জবাব দিয়েছেন বলে মনে করেন তিনি।
‘অপারেশন সিঁদুর’ পরবর্তী কূটনৈতিক সফরের কথাও উল্লেখ করেন অভিষেক। তিনি বলেন, “যখন আমরা (ভিন্দেশে) গিয়ে দেশের কথা বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বিভাজনের রাজনীতি করছেন। বাংলার মানুষকে আরও ভুল বুঝিয়ে বৈষম্য করে বাংলার মাটিকে অশান্ত করতে চেয়েছেন, এটি দিনের আলোর মতো পরিষ্কার।”
কেন্দ্রীয় সরকারকে নিশানা করে অভিষেকের অভিযোগ, বাংলার সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে বিজেপি ‘প্রতিশোধের’ রাজনীতি করছে। তিনি বলেন, “বাংলায় গোহারা হেরেছে। তাই প্রতিশোধ নেবে। প্রতিশোধের রাজনীতি। কিন্তু মানুষের সঙ্গে প্রতিশোধ হয় না। মানুষ চেয়েছে বলেই কেউ প্রধানমন্ত্রী, কেউ সাংসদ, কেউ মুখ্যমন্ত্রী, কেউ বিধায়ক হয়েছেন।” কেন্দ্রীয় সরকার তথা বিজেপির দিল্লির নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক আরও বলেন, “মানুষ চাইলে দম্ভ অহঙ্কার ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিতে ১০ সেকেন্ডও সময় লাগবে না।”