রাজ্য জয়েন্টের ফল প্রকাশে দেরি, ভিন্ রাজ্যে পাড়ি বহু পড়ুয়ার
আনন্দবাজার | ২৬ জুন ২০২৫
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হবে কবে, সেই উৎকণ্ঠায় দিন কাটছে কয়েক হাজার পড়ুয়া এবং তাঁদের অভিভাবকদের। তাঁরা বলছেন, ফল প্রকাশের দিন তো জানা যাচ্ছেই না, এমনকি, কবে নাগাদ তা বেরোতে পারে, সেই আভাস পর্যন্ত মিলছে না। অনেকে উপায় না দেখে তাঁদের সন্তানদের ভিন্ রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক বেশি টাকা দিয়ে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন।
যেমন, দেবরাজ কুণ্ডু নামে এক অভিভাবক বলেন, “জয়েন্ট এন্ট্রান্স হয়ে গিয়েছে গত ২৭ এপ্রিল। দু’মাস হয়ে গেলেও ফল বেরোল না। অথচ, সর্বভারতীয় সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই আমি আর ঝুঁকি নিতে পারিনি। ইতিমধ্যেই আমার ছেলেকে চেন্নাইয়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে লক্ষাধিক টাকা খরচ করে ভর্তি করিয়ে রেখেছি। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল এখনও না বেরোনোয় এত টাকা খরচ করে ভিন্ রাজ্যে ছেলেকে ভর্তি করাতে হল। ঠিক সময়ে ফল বেরোলে এই খরচ হত না।’’ দেবরাজ জানাচ্ছেন, তিনি একা নন। তাঁর পরিচিত বহু অভিভাবকই তাঁদের ছেলেমেয়েদের ভিন্ রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছেন।
গার্ডেন হাই স্কুল থেকে আইএসসি পাশ করে মূলত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্যই প্রস্তুতি নিয়েছিলেন দক্ষিণ কলকাতার বাসিন্দা এক ছাত্র। সেই ছাত্রটির অভিভাবক বললেন, ‘‘ফল কবে বেরোতে পারে, সেই আভাসটুকুও পাচ্ছি না। সব দেখেশুনে এখন তো মনে হচ্ছে, শুধু রাজ্য জয়েন্টের উপরে নির্ভর করা খুব ভুল হয়েছে। এ ভাবে চললে ছেলের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। ছেলের কথা ভেবে সামর্থ্যের বাইরে গিয়েও ভিন্ রাজ্যে ভর্তি করানোর চেষ্টা করতে হবে।“
রাজ্য জয়েন্টের ফল প্রকাশে দেরি দেখে দক্ষিণ ভারতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেকে ভর্তি করিয়ে রেখেছেন অনিন্দ্য দাশগুপ্ত নামে আর এক অভিভাবক। অনিন্দ্য বলেন, “লক্ষাধিক টাকা খরচ করে অন্য রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেকে ভর্তি করার সামর্থ্য থাকলেও ইচ্ছে ছিল না। অনেক মেধাবী পড়ুয়ার কিন্তু এই সামর্থ্য নেই। তাঁদের এখন ধৈর্য ধরে বসে থাকতে হচ্ছে।“ অনিন্দ্য জানান, ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে দেরি হচ্ছে বলে তাঁরা শুনেছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডও স্পষ্ট করে কিছু বলছে না।
যদিও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কর্তারা জানাচ্ছেন, ওবিসি সংরক্ষণ নিয়ে মামলা চলার কারণেই ফল প্রকাশ আটকে আছে। কবে ফল বেরোবে, তার দিনক্ষণ নিয়ে এখনও নির্দিষ্ট উত্তর দিতে পারেননি তাঁরা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর শুধু বলেন, “কবে ফল বেরোবে, ঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে।’’