ঠাকুরপুকুরের মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের অধীন চট্টা ছোট কারবালা থেকে রায়পুর মুক্তিপাড়া পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চট্টার কারবালা মোড়ে। খবর পেয়ে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ চলে। বাসিন্দাদের অভিযোগ, এই দু’কিলোমিটার রাস্তা পুরো ভেঙে গিয়েছে। তাতে জল জমে অবস্থা হয়েছে আরও ভয়াবহ।
এর আগে গত শুক্রবারও এই রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করেছিলেন এলাকাবাসী। পরে চট্টা গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করেও বিক্ষোভ দেখান তাঁরা। সে দিন চট্টা পঞ্চায়েত প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা জাহিরুদ্দিন মল্লিক জানিয়েছিলেন, দ্রুত রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়া হবে। এক স্থানীয় বাসিন্দা লিয়াকত খান বলেন, ‘‘গত শুক্রবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রবিবার থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে। তা তো হয়ইনি, বরং কেউ এখনও রাস্তার অবস্থা দেখতে পর্যন্ত আসেননি।’’
এ ব্যাপারে জাহিরুদ্দিন বলেন, ‘‘গত শনিবার ওই রাস্তায় নিকাশি সমস্যার সমাধান করা হয়। প্রাথমিক ভাবে রাবিশ ফেলে রাস্তা মেরামতির কথা বলেও স্থানীয়েরা তা মানতে চাননি। মঙ্গলবার পঞ্চায়েতে একটি বৈঠকে ফের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’’ মহেশতলা ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিপ্লব মণ্ডল বলেন, ‘‘এই রাস্তাটি সংস্কারের জন্য পঞ্চায়েত দফতর থেকে প্রায় দু’কোটি টাকা বরাদ্দ হয়েছে। বৃষ্টির জন্য কাজে সময় লাগছে। তবে বর্ষায় যাতায়াতের সমস্যা মেটাতে প্রাথমিক কাজ করা হবে।’’