• সৌরভের চরিত্রে অভিনয় করতে ভয় পাচ্ছেন রাজকুমার রাও! ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা
    আনন্দবাজার | ২৬ জুন ২০২৫
  • বাংলার ‘দাদা’র চরিত্রে অভিনয় করবেন বাংলার ‘জামাই’। সৌরভ গঙ্গোপাধ্যায়ই প্রথম আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন তাঁর জীবনীচিত্রে রাজকুমার রাওয়ের অভিনয় করার সম্ভাবনার কথা। বলেছিলেন, “রাজকুমার ভীষণ উঁচু দরের অভিনেতা। আমার মনে হয়, রাজকুমার আমার চরিত্র হয়ে উঠতে পারবেন। তাই ওঁকেই আমার পছন্দ।” তিনি অভিনেতাকে সব রকম ভাবে সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন ‘স্ত্রী’-খ্যাত অভিনেতাও। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, “এত বড় মাপের এক ব্যক্তির চরিত্রে আমাকে ভাবা হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।” তবে এ চরিত্র নিয়ে তাঁর মনে বিস্তর ভয় জমা হয়েছে, সে কথাও জানিয়েছেন। পর্দায় বাংলার মহারাজকে ফুটিয়ে তোলা নিয়ে খানিক দ্বিধায় ভুগছেন বলিউডের রাজকুমার।

    নিজের চরিত্র নিয়ে রাজকুমার ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছেন। জানিয়েছেন, তাঁর বাংলা উচ্চারণ ত্রুটিমুক্ত নয়। এ জন্য তিনি স্ত্রী পত্রলেখার কাছে বাংলা উচ্চারণ শিখছেন। জীবনীছবি নিয়ে সৌরভ নিজে কথা বলার পরই এ বিষয়ে মুখ খোলার সাহস পেয়েছেন বলেও জানিয়ে দিয়েছেন রাজকুমার।

    শুধু তো অভিনয় নয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সহ ক্রিকেটের পরিভাষাতেও তাঁকে নিখুঁত হয়ে উঠতে হবে। চলনে-বলনে যাতে তাঁকে পোড় খাওয়া ক্রিকেটার মনে হয়, সে দিকেও নজর রাখতে হবে। সেই কারণেই তাঁকে দুশ্চিন্তা ঘিরে ধরছে। রাজকুমারের কথায়, “দাদা অনেক বড় দায়িত্ব আমাকে দিয়েছেন। তবে এটা বুঝতে পারছি, পুরো কাজটাই যথেষ্ট উপভোগ করব।”

    সৌরভের আস্থা রয়েছে অভিনেতার প্রতি। তিনি সে কথা জানিয়ে আগের সাক্ষাৎকারে বলেছিলেন, “বাস্তব চরিত্রের সঙ্গে অভিনেতার চেহারা কি সব সময় হুবহু মেলে? মহেন্দ্র সিংহ ধোনির কথাই ধরুন। ওঁকে নিয়ে তৈরি ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত অভিনয় করেছিলেন। ধোনির মতো লম্বা চুলও রেখেছিলেন সুশান্ত। তবু ধোনির আদল আনতে পারেননি। ছবি হিট হয়েছিল অভিনয়ের জোরে।” এই জায়গা থেকেই রাজকুমারে ভরসা তাঁর।

    ছবি তৈরি হয়ে মুক্তি পাওয়া সময় সাপেক্ষ, এ কথা সৌরভের মতো রাজকুমারও জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের গোড়ায় শুটিং শুরু হতে পারে। অর্থাৎ, নিজেকে তৈরি করে নেওয়ার জন্য সময় রয়েছে অভিনেতার হাতে। ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা আগামী বছরের শীতে।
  • Link to this news (আনন্দবাজার)