গভীর রাতে ভবানীপুরে অগ্নিকাণ্ড, রাতেই খবর দেওয়া হল মুখ্যমন্ত্রীকে
দৈনিক স্টেটসম্যান | ২৬ জুন ২০২৫
গভীর রাতে কলকাতায় অগ্নিকাণ্ড। বুধবার রাত ১২টা নাগাদ আগুন লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে। মধ্যরাতেই ঘটনার খবর দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রথযাত্রা উপলক্ষে দিঘায় রয়েছেন। সেখান থেকেই যাবতীয় খোঁজখবর নেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, ৭১ নম্বর ওয়ার্ডের বেণীনন্দন স্ট্রিটে পুলিশ হাসপাতালের কাছে থাকা একটি গাছে প্রথমে আগুন লেগে যায়। এরপর তা ছড়িয়ে পড়ে লাগো একটি বাড়িতে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ওই এলাকাতে বেশ কিছু হোটেল রয়েছে, যেগুলি মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। সেখানে খেতে আসা মানুষজনই আগুন নেভানোর কাজে হাত লাগান।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কেবল লাইনের তারের সঙ্গে ইন্টারনেটের তার জড়িয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। দমকলের বিরুদ্ধে দেরি করে ঘটনাস্থলে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা উপলক্ষে এই মুহূর্তে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গভীর রাতেই খবর পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রেরই ৭৪ নম্বর ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ উঠেছিল। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন দমকলমন্ত্রী সুজিত বসু।