• তেহট্টে কিশোরীর সঙ্গে দেখা করতে নেদারল্যান্ডস থেকে ছুটে এলেন হেনরিক্স, বাকিটা ব্যক্তিগত...
    এই সময় | ২৬ জুন ২০২৫
  • নেদারল্যান্ডস থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে নদিয়ার তেহট্টের কিশোরীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন এক ডাচ যুবক। সেই বন্ধুত্বের টানেই গত সোমবার তেহট্টে এসে হাজির হন হেনরিক্স নামে ওই যুবক। সোশ্যাল মিডিয়ার যাঁর বন্ধুত্ব হয় তেহট্টের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে। তবে তাঁর এই তেহট্ট-সফর ঘিরে সে এক কাণ্ড বটে!

    গত সোমবার সকালে নদিয়ার মায়াপুরে এসে পৌঁছন হেনরিক্স। সেখান থেকে বাসে সোজা তেহট্ট। ঘড়ির কাঁটায় তখন সাড়ে ১১টা হবে। স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি তেহট্ট বিডিও অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন লম্বা ছিপছিপে এক যুবক, কালো টি-শার্ট, কালো ট্রাউজ়ার, হাতে একটা ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে। ঘণ্টা খানেক পরে যখন ওই ব্যক্তি ফিরছেন, তখনও সেখানেই দাঁড়িয়ে ছিলেন ওই যুবক।

    এরই মধ্যে স্থানীয়দের একাংশ দাবি করেন, সামনের একটি স্কুল থেকে এক ছাত্রী জানলা দিয়ে ওই যুবককে দেখে হাত নাড়ে। এক প্রত্যক্ষদর্শী এগিয়ে গিয়ে ওই যুবককে সরাসরি প্রশ্ন করেন, কী নাম? কোথা থেকে এসেছেন? কাকে খুঁজছেন? জবাবে ওই যুবক জানান, তিনি ইনস্টাগ্রামে পরিচয় হওয়া বান্ধবীর সঙ্গে দেখা করতে নেদারল্যান্ডস থেকে ভারতে এসেছেন।

    এর পরে খবর দেওয়া হয় তেহট্ট থানায়। পুলিশ কথা বলে হেনরিক্সের সঙ্গে। জানা যায়, যে বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছে, তার এখনও ১৮ বছর বয়স হয়নি। অর্থাৎ সে অ্যাডাল্ট নয়। তাই ওই যুবককে ফিরে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

    তবে যাওয়ার আগে বান্ধবীর সঙ্গে দেখা করে একটি পুতুল উপহার দেয়। রাস্তার ধারে দাঁড়িয়ে ৩০ মিনিট মতো কথাও বলে তারা। সূত্রের খবর, ঘণ্টা সাতেক তেহট্টে ছিলেন ওই যুবক। তাঁর পরিচয়পত্র, অন্যান্য নথি খতিয়ে দেখা হয়। এর পরেই বান্ধবীকে বিদায় জানিয়ে তেহট্ট ছাড়েন হেনরিক্স।

  • Link to this news (এই সময়)