ওবিসি মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্য করে কলেজে ভর্তি করা হচ্ছে, এই অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল।
বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়টি নিয়ে রাজ্যকে হলফনামা দিতে হবে। পাশপাশি কলেজে আবেদন জমা নেওয়ার সময় থেকে শুরু করে ভর্তির ক্ষেত্রে ২০১০ সালের ওবিসি তালিকা অনুযায়ী কাজ হচ্ছে কি না, সেই বিষয়টিও হলফনামায় জানাতে হবে। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
মামলাকারীর আইনজীবীর দাবি ছিল, গত ১৭ জুন ওবিসির সাম্প্রতিক তালিকার উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। এর পরেও আদালতের নির্দেশ না মেনে ভর্তি নেওয়া হচ্ছিল। পাশাপাশি এটাও জানানো হয়, ২০১০ সালের আগে ওবিসি শংসাপত্রে কোনও শ্রেণি বিন্যাস ছিল না। তবে কলেজে ভর্তির পোর্টালে ওবিসি-এ এবং ওবিসি-বি পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।
পাল্টা রাজ্য এ দিন আদালতে জানায়, কলকাতা হাইকোর্টের ১৭ জুনের নির্দেশের পরে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে ভর্তি এবং নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, এখন ওবিসির শ্রেণিবিন্যাস করা হবে না। দুই তরফের বক্তব্য শোনার পর রাজ্যকে হলফনামা জমা দিতে বলে আদালত।